শেষ আপডেট: 16th September 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তাররা সোমবার সন্ধের কিছু পর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। প্রায় ২ ঘণ্টা তাঁদের বৈঠক হয়েছে আরজি কর ইস্যুতে ৫ দফা দাবি নিয়ে। যে সময়ে এই বৈঠক চলছে সেই সময়ে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় প্রচুর মানুষের ভিড় জমে। আর সেখান থেকেই ওঠে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান।
এই স্লোগান যারা দিচ্ছিলেন তাঁরা বেশিরভাগ সাধারণ মানুষ বলে দাবি করেছেন। কেউ বলেছেন, কোনও রাজনৈতিক দলের হয়ে তাঁরা এখানে আসেননি। এসেছেন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন জানাতে। কয়েকজনকে আবার হাতে গোলাপ ফুল নিয়েও দেখা যায়। তাঁদের বক্তব্য, ডাক্তাররা যেভাবে একটা ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন, একজোট হয়ে লড়াই করছেন নারী তথা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, তার জন্যই এই সমর্থন।
এদিন জুনিয়র ডাক্তাররা যখন কালীঘাটে ঢোকেন তখন পুলিশি ব্যারিকেডের সামনে কিছুটা হইচই শুরু হয়। আসলে অনেকে ডাক্তারদের সঙ্গে কিছুটা ভিতর পর্যন্ত যেতে চাইছিলেন। কিন্তু নিরাপত্তার কারণেই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। এরপর থেকেই তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়েই 'বিচার চাই' স্লোগান তোলেন।
এদিকে সোমবারের কালীঘাটের বৈঠক সূত্রে খবর, জুনিয়র ডাক্তারদের মুখ্য দুই দাবি মেনে নিয়েছে সরকার। আবার জুনিয়র ডাক্তাররাও কর্মবিরতি তুলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি। সম্ভবত এই বৈঠকের পর জুনিয়র ডাক্তাররা ধর্নাস্থলে ফিরে যাবেন। তার পর সেখানে তাঁদের জিবি মিটিং হবে। তার পরই ঘোষণা করবেন তাঁরা।