শেষ আপডেট: 13th December 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জে ভ্যাট থেকে উদ্ধার কাটা মুন্ডু। একটি প্লাস্টিকের ব্যাগে সেটি মোড়া ছিল। দেহের বাকি অংশের কোনও খোঁজ নেই। মুন্ডুটি মহিলার বলে অনুমান করছে পুলিশ। উদ্ধার করেছে গল্ফগ্রিন থানা।
টালিগঞ্জের গ্রাহামস রোডে কেন্দ্রীয় সরকারি আবাসনের পাশে শুক্রবার সকালে ওই মুন্ডুটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। গল্ফগ্রিন থানা আধিকারিকরা পৌঁছে সেটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠান। দেহের বাকি অংশ এপর্যন্ত আশপাশের এলাকায় মেলেনি। তদন্ত শুরু হয়েছে।
দেহাংশের খোঁজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতার।
গল্ফক্লাবের এই এলাকা সাধারণত খুবই ফাঁকা থাকে। এখানে কে বা কারা এই মুন্ডু ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। আচমকা কাটা মাথা পড়ে থাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বুধবার রাতে জোকায় একটি আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিকে মোড়া দেহ পাওয়া যায়। তার কিছুদিন আগে তারাতলায় রেললাইনের পাশ থেকেও এক মহিলার দেহ উদ্ধার হয়। প্রত্যেকটিরই তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নিরাপত্তা নিয়ে।