শেষ আপডেট: 28th October 2024 00:51
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের আহ্বায়ক সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শ্রীশ চক্রবর্তী। ‘ছবি বিতর্কে’ এবার পাল্টা আসফাকুল্লা নাইয়ার সঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সম্পর্ক প্রকাশ্যে আনলেন তিনি। মনে করিয়ে দিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক পদে ছিলেন আসফাকুল্লা।
সমস্যার শুরু শনিবারই হয়েছিল। এদিন প্রেস ক্লাবে আচমকাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর পাল্টা সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। তার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়ে যায়।
সেখানে দেখা যায় ডাক্তারদের নতুন সংগঠনের অনেকেই নাকি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। সেই তালিকায় নাম উঠেছে শ্রীশ চক্রবর্তীর। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে তাঁর ছবি ইতিমধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। সেই প্রসঙ্গেই শ্রীশ রবিবার একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, 'অধ্যক্ষের সঙ্গে ছবি তোলা অপরাধ নয়।' আচমকা কেন এমন বললেন তিনি?
নয়া সংগঠনের জুনিয়র ডাক্তার আরও জানিয়েছেন, অধ্যক্ষের সঙ্গে শিক্ষার্থীদের ছবি থাকতেই পারে। সে নিয়ে যদি এত সমালোচনার কিছু নেই। এরপরই শ্রীশ অভিযোগ তোলেন, তাহলে জেনে রাখুন, বর্তমান আন্দোলনের অন্যতম মুখ আসফাকুল্লা নাইয়া ছিলেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃণমূল ছাত্রপরিষদের তৎকালীন সাধারণ সম্পাদক। তখন সন্দীপ ঘোষ ছিলেন হাসপাতালের সুপার এবং তাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এ কথা কলেজের সবাই জানে।
শ্রীশের প্রশ্ন এই আসফাকুল্লা নাইয়া সন্দীপ ঘোষের এত ঘনিষ্ঠ হয়েও কীভাবে আন্দোলনের মুখ হয়ে গেলেন? যদিও পরে আসফাকুল্লা সোশ্যাল মিডিয়া থেকে পরে সন্দীপের সঙ্গে সব ছবি মুছে দেন বলে অভিযোগ।
নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে আসফাকুল্লা জানিয়েছেন, সাধারণ সম্পাদক হওয়া তো দূর, কোনও রাজনৈতিক সংগঠনের সদস্যও তিনি ছিলেন না। আসফাকুল্লা মনে করিয়ে দেন, 'আমার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠে এসেছে। অনেকেই প্রশ্ন করছেন আমি অতীতে কখনও ন্যাশনাল মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম কি না। তাঁদের স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, সাধারণ সম্পাদক হওয়া তো দূরের কথা, আমি কোনও দিনই কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না।'
তিনি আরও জানান, 'যাঁরা জানতে চাইছেন সন্দীপ ঘোষের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল কি না, তাঁদের জানিয়ে দিই, সন্দীপবাবুর সঙ্গে কখনওই সে ভাবে পরিচয় ছিল না। আমার সেই সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য হয়নি। যাঁরা এ সব কথা বলছেন, তাঁরা একেবারেই মিথ্যা বলছেন।'
উল্লেখ্য, আরজি করের নতুন ডাক্তার সংগঠন তৈরি হওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেই আবহে আসফাকুল্লা ও শ্রীশের ‘ছবি বিতর্ক’ কোন দিকে মোড় নেয় নজর থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠক করতে গেছিলেন যে ডাক্তার তাঁর বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে।