শেষ আপডেট: 29th October 2024 18:43
দ্য ওয়াল ব্যুরো: গত মাসেই চিকিৎসক সংগঠনের ভোটে না দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এক মাস যেতে না যেতেই সুর বদল করে আইএমএর রাজ্য শাখার ভোটে মনোনয়ন জমা দিলেন রাজ্য সম্পাদক শান্তনু সেন।
গত ২২ সেপ্টেম্বর আইএমএ-র বৈঠকে না লড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন শান্তনু। পরিষ্কার জানিয়েছিলেন কোনওভাবেই আর ভোটে দাঁড়ানো সম্ভব নয়। চিকিৎসক সংগঠনে রাজনৈতিক নেতাদের থাকা উচিত নয় বলে নিজেই লড়াই থেকে সরে দাঁড়িয়েছিলেন।
কিন্তু মঙ্গলবার দেখা গেল, নিজের অবস্থান থেকে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে মনোনয়ন জমা দিয়েছেন তিনি। সূত্রের খবর, শান্তনু জানিয়েছেন, ‘অনেক চিকিৎসক, শুভানুধ্যায়ীরা তাঁকে ফোন করেছিলেন। তাই সিদ্ধান্ত বদল।’
এর আগে শান্তনুর গলায় শোনা গিয়েছিল, 'অনেকে তাঁর নাম সেক্রেটারি হিসাবে চেয়েছিলেন। কিন্তু তাঁর কোথাও মনে হয়েছে, অনেকদিন এটা করেছেন। তিনি আরও জানান, আইএমএ অরাজনৈতিক হিসাবে কাজ করুক, সেজন্য আমার না থাকাই ভাল। চিকিৎসকদের স্বার্থে তিনি সবসময় থাকবেন।’
শান্তনু সেন আইএমএ-র পাঁচবারের রাজ্য সম্পাদক। ১০ বছর ধরে তিনি এই পদে রয়েছেন। কয়েকদিন ধরেই জল্পনা চলছিল তবে সত্যিই কী তিনি ভোটে লড়বেন না? সেই সব প্রশ্ন এবার জল ঢাললেন রাজ্য সম্পাদক নিজেই।