শেষ আপডেট: 8th March 2025 17:59
দ্য ওয়াল ব্যুরো: ক'দিন আগেই বাম ছাত্র সংগঠনের তরফে গোটা দমদম এলাকায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নামে 'সন্ধান চাই' পোস্টার এঁটে দেওয়া হয়েছিল। এবার তাঁরই খাসতালুকে যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মিছিল করল এসএফআই (SFI)।
শনিবার বিকেলে দমদম থেকে নাগেরবাজার পর্যন্ত এই মিছিল হয়। কোনও রকম অপ্রীতিকর ঘটিনা যাতে না ঘটে সেই কারণে ড্রোন দিয়ে নজরদারি চালায় পুলিশও। এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "আমি বারবার বলছি ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। কিন্তু উনি যদি ক্রিমিনাল না হন সেটা তো তাঁকে প্রমাণ করতে হবে। আমাদের একেবারেই ভাল লাগছে না শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলতে। এর থেকে বাঁচবার একটাই উপায় ব্রাত্য বসুর হাত থেকে শিক্ষা ডিপার্টমেন্ট সরিয়ে নেওয়া।"
বস্তুত, ব্রাত্য বসুকে 'ক্রিমিনাল' বলেই বাম ছাত্র সংগঠনের তরফে লেকটাউন, কালিন্দী বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোটা দমদম এলাকায় পোস্টার দেওয়া হয়। লেখা হয়, "ওয়ান্টেড... যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক।" যার উপরে ছিল শিক্ষামন্ত্রীর ছবি। শুধু তাই নয়, সেই পোস্টারে আরও লেখা হয়, যে "সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান।"
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur Univeristy) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) ঘিরে যে ঘটনা ঘটেছিল, তার রেশ এখনও কাটেনি। ওই দিন হামলা হয়েছিল মন্ত্রীর গাড়িতে। তাতে আহত হন ব্রাত্য। আবার পড়ুয়াদের অভিযোগ, মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক ছাত্র। যা নিয়ে তরজা এখনও তুঙ্গে। সেই আবহেই ঝাঁঝ বাড়াতে পথে নামল এসএফআই।