মনোজ ভার্মা (ফাইল ছবি)
শেষ আপডেট: 2 March 2025 13:25
দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল অর্থাৎ ৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। সেই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ করে ফেলেছে শিক্ষা দফতর। বাড়তি বাস ও অন্যান্য সুযোগ-সুবিধাও দেওয়া হচ্ছে। কিন্তু আগামীকালই যাদবপুরের শনিবারের ঘটনার প্রতিবাদে পথে নামতে চলেছে ছাত্র ফেডারেশন (SFI)। এই পরিস্থিতিতে বিশৃঙ্খলা হতে পারে এই আশঙ্কা করে এবার পদক্ষেপ করল কলকাতা পুলিশ। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার মনোজ ভার্মা জানিয়ে দিলেন, পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তা নিশ্চিত করতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার একাধিক কর্মসূচি রয়েছে এসএফআইয়ের। রবিবার বিকেল থেকেই পথে নেমেছে বামপন্থী ছাত্র সংগঠনটি। রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল ও অবরোধ শুরু হয়েছে। ৩ মার্চ উচ্চমাধ্যমিকের প্রথম দিন ছাত্র ধর্মঘট রয়েছে। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের কথা মাথায় রেখে কলকাতা পুলিশের তরফে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হল। কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়লে ৯৪৩২৬১০০৩৯ নম্বরে ফোন করতে পারবে। এছাড়াও ১০০-এ ডায়াল করেও সাহায্য পাওয়া যাবে। ফোন পেলেই দ্রুত পদক্ষেপ করা হবে।
যদিও এদিন বাম ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) জানিয়ে দেন, কোনও রাস্তা অবরোধ করা হবে না। ছাত্র ধর্মঘট চলবে বিশ্ববিদ্যালয়গুলিতে। এসএফআই-এর তরফেও জানানো হয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট হবে তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়, সে বিষয়টিও নজরে রাখা হবে। এরপরই বিকেলে মনোজ ভার্মা এদিন জানিয়ে দেন, পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে যাদবপুর ও কলেজ স্কোয়্যারের আশপাশের এলাকায়। কোনও অবস্ট্রাকশন হলে অ্যাকশন নেওয়া হবে। ট্র্যাফিক বিভাগ সক্রিয় থাকবে। বাসস্টপ ও স্টেশনে বাড়তি নজরদারি থাকবে। পর্যাপ্ত বাস থাকছে। কিয়স্ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সিভিক ভলান্টিয়ার ও রাজ্য পুলিশের কর্মীরা উপস্থিত থাকবেন, যাদের কাছ থেকে পরীক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।
যাদবপুরের ঘটনা নিয়ে পুলিশ কমিশনার জানিয়ে দেন, এই ঘটনায় পুলিশ দু'টি সুয়োমোটো মামলা করেছে। মোট ৭টি মামলা দায়ের হয়েছে এপর্যন্ত। শিক্ষাবন্ধুদের অফিসে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
মোটের ওপর আপাতত উচ্চমাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সেদিকেই নজর দিচ্ছে কলকাতা পুলিশ।