দ্য ওয়াল ব্যুরো: দেড় মাস পর বাস নেমেছে শহরের রাস্তায়। কিন্তু শুরুটা ভাল হল না মোটেই। একে বাসের আকালে দিনভর দুর্ভোগের শিকার হলেন নিত্যযাত্রীরা, তার উপর সাতসকালে বাস চলার প্রথম দিনেই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল মহানগর। ফোর্ট উইলিয়াম গেটের পাঁচিলে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল মিনিবাস। মারা গেলেন এক পুলিশকর্মী।
ঘটনাটি ঘটেছে একেবারে রেড রোডের উপর। বাইক আরোহী এক পুলিশকর্মী ছাড়াও এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৭ জন বাসযাত্রী। বৃহস্পতিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনার সাক্ষী থেকেছে মহানগর।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া-মেটিয়াবুরুজ রুটের একটি মিনিবাস প্রথমে বাইক আরোহীকে ধাক্কা মারে। তারপর রাস্তার ধারের রেলিং ভেঙে ঢুকে যায় ফোর্ট উইলিয়ামের পাঁচিলে। বাসের নীচেই আটকা পড়ে যান বাইক চালক। যিনি পেশায় পুলিশকর্মী।
যতক্ষণে তুবড়ে যাওয়া বাসের তলা থেকে ওই পুলিশকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম বিবেকানন্দ দেব (৩৫)। তিনি ঝাড়গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
বাসে থাকা যাত্রীরাও আহত হয়েছেন। ঝনঝন করে ভেঙে পড়েছে বাসের জানলার কাঁচ। সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যে হাত লাগায় কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্রও সেখানে যান। এমনকি সেনাবাহিনীর জওয়ানরাও উদ্ধার কাজ শুরু করেন। তিনটি ক্রেন যায় ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এই দুর্ঘটনার ফলে রেড রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় সকালে।
কেন এমন দুর্ঘটনা? জানা যাচ্ছে, বেশ জোরেই আসছিল মিনিবাসটি। উল্টোদিক থেকে একটি বাইক এসে পড়ায় সেটি আর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর বাস চালক আহত অবস্থাতেই সেখান থেকে পালিয়েছেন।