শেষ আপডেট: 21st October 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আপাতত রয়েছে নিম্নচাপ হিসেবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পরিণত হবে গভীর নিম্নচাপে। এবং শক্তি বাড়িয়ে ২৩ তারিখ অর্থাৎ বুধবারের মধ্যে রূপ নেবে ঘূর্ণিঝড়ের। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। মৎসজীবীদের সতর্ক করার পাশাপাশি কৃষকদেরও সতর্ক করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার ফলে ক্ষতি হতে পারে ফসলে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসের পরই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা দিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ। কৃষকদের উদ্দেশে জানানো হয়েছে, ধানে ক্ষতি হতে পারে। ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত তুলে নিতে বলা হয়েছে। প্রয়োজনে কম্বাইন হারভেস্ট মেশিনের সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু ধান নয়, অন্যান্য পাকা সবজি, পেঁপে-কলার মতো ফল তুলে নিতে বলেছে কৃষি বিভাগ। পানের বরজ, ডাল শস্যের জমিতে নিকাশির ব্য়বস্থা করতে বলা হয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়ার ফলে যাতে পান বা সবজির মাচা নষ্ট না হয়, তার জন্য মাচাগুলোকে ভাল করে বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছে সরকার।
আপাতত শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে সার বা কীটনাশক প্রয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রয়োজনে নিকটবর্তী কৃষি অফিসে যোগোযাগ করতে বলেছে সংশ্লিষ্ট বিভাগ।
উল্লেখ্য, ২৪ থেকে ২৫ তারিখের মধ্যে পুরী ও সাগরের কাছে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। এই সময়ে হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিমি।