ফাইল চিত্র
শেষ আপডেট: 22 January 2025 08:20
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে অভিযোগ বেড়েই চলেছে দিনদিন। বুধবার ফের ব্যাহত হল মেট্রো চলাচল। দুপুরে পরপর কয়েকটি ট্রেন বাতিল হয়। স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায় একাধিক স্টেশনে। আর ভিড়ের চাপে দমদমে এক মহিলা জখম হয়েছেন বলেও খবর।
সূত্রের খবর, দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকে অন্তত ৩টি মেট্রো আসেনি কবি সুভাষ-দমদম লাইনে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ট্রেন বাতিল করা হয়েছে নাকি, অন্য কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, সেটাও স্পষ্ট নয়। যার কারণে আরও ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে।
মেট্রো রেলের তরফে অবশ্য জানানো হয়, ডাউন প্ল্যাটফর্মে পৌনে ১২টা নাগাদ একটি মেট্রো আচমকা বিকল হয়ে গেছিল। তার জেরে পরিষেবা কিছুক্ষণ থমকে ছিল। তবে তা বন্ধ করা হয়নি। কিন্তু দীর্ঘক্ষণ পরপর ট্রেন না আসায় স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তেই থাকে স্বাভাবিক নিয়মে। দমদমেও একই ঘটনা ঘটে। এরপর একটি মেট্রো আসায় তাতেই ওঠার চেষ্টা করেন প্রচুর মানুষ। যার জেরে এক মহিলা পড়ে গিয়ে আহত হন বলে খবর।
ওই মহিলার মতো আরও বহু যাত্রী সেই মেট্রোয় উঠতে পারেননি। কেউ কেউ সরাসরি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে দায় চাপিয়েছেন। অভিযোগ, এসব ক্ষেত্রে দ্রুত সম্ভব ঘোষণা করা উচিত। কিন্তু সেটা করা হয়নি ফলে ভিড়ের চাপ বেড়েছে স্টেশনগুলিতে। কারণ বেশিরভাগ কেউই পরিষেবা ব্যাহত হওয়ার খবর পায়নি।