গত সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরের একাধিক এলাকায় এই ড্রোন দেখতে পাওয়া গেছে বলে দাবি।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 May 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘাতের (India Pakistan Conflict) আবহে দেশের আকাশে ড্রোন দেখা কার্যত অভ্যাস হয়ে গেছিল। কারণ পাক সেনা লাগাতার ড্রোন হামলা (Drone Attack) করেছিল ভারতের বিভিন্ন রাজ্যে। যদিও দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধ্বংস করে। বর্তমানে অবশ্য যুদ্ধবিরতি হয়েছে, আর ড্রোন হামলাও হচ্ছে না। তবে সাম্প্রতিক এক ঘটনায় ফের চিন্তার ভাঁজ সেনার কপালে। কারণ কলকাতার আকাশে (Kolkata Air Space) ফের দেখা গেছে একঝাঁক ড্রোন।
গত সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরের একাধিক এলাকায় এই ড্রোন দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাই। ভবানীপুর থেকে শুরু করে ময়দান, রবীন্দ্র সদন সহ বিভিন্ন জায়গা মিলিয়ে কমপক্ষে ৪টি ড্রোনের দেখা মেলে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪৫ মিনিট ধরে আকাশে চক্কর কেটেছিল সেগুলি। তাই সঙ্গে সঙ্গে সেনাকে এই ব্যাপারে তথ্য দেওয়া হয়।
ইতিমধ্যে এও জানা গেছে, ব্রিগেড, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম চত্বরেও ওই ড্রোনগুলি দেখা গেছিল। রাস্তায় ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকরা সেগুলি দেখে খবর দেয় লালবাজারে। তারপর লালবাজার কন্ট্রোল রুম থেকে ড্রোনের বিষয়ে ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। যদিও এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে ড্রোনগুলি এল কোথা থেকে।
সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ মিলিতভাবে এই ড্রোন-রহস্যের তদন্তে নেমেছে। তাঁদের প্রাথমিক অনুমান, মেটিয়াবুরুজ বা বজবজ এলাকা থেকে সেগুলি উড়তে পারে। তবে কেউ ব্যক্তিগত কাজে বা কর্মসূত্রে সেই ড্রোন উড়িয়েছে নাকি এর পিছনে রয়েছে নাশকতা, সে বিষয়টি আগে নিশ্চিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। এমনিতে ফোর্ট উইলিয়াম অঞ্চলে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে এমন এক ঘটনায় এক বিদেশি নাগরিককে আটকও করছিল পুলিশ।