Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কলকাতায় কেষ্ট, সোশ্যাল মাধ্যমের প্রোফাইল ছবি বদলাল তৃণমূলWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরভারতীয় নভোচর শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবনবাঁধনি প্রিন্টের স্পোর্টসওয়্যার! দিল্লির ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে নতুন কালেকশন নাইকিরকলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেন
Drones at Kolkata

কলকাতার আকাশে ৪৫ মিনিট ধরে উড়ল একাধিক ড্রোন! চিন্তায় সেনা থেকে পুলিশ

গত সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরের একাধিক এলাকায় এই ড্রোন দেখতে পাওয়া গেছে বলে দাবি।

কলকাতার আকাশে ৪৫ মিনিট ধরে উড়ল একাধিক ড্রোন! চিন্তায় সেনা থেকে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 May 2025 11:34

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তান সংঘাতের (India Pakistan Conflict) আবহে দেশের আকাশে ড্রোন দেখা কার্যত অভ্যাস হয়ে গেছিল। কারণ পাক সেনা লাগাতার ড্রোন হামলা (Drone Attack) করেছিল ভারতের বিভিন্ন রাজ্যে। যদিও দেশের এয়ার ডিফেন্স সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই তাদের ধ্বংস করে। বর্তমানে অবশ্য যুদ্ধবিরতি হয়েছে, আর ড্রোন হামলাও হচ্ছে না। তবে সাম্প্রতিক এক ঘটনায় ফের চিন্তার ভাঁজ সেনার কপালে। কারণ কলকাতার আকাশে (Kolkata Air Space) ফের দেখা গেছে একঝাঁক ড্রোন। 

গত সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত শহরের একাধিক এলাকায় এই ড্রোন দেখতে পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাই। ভবানীপুর থেকে শুরু করে ময়দান, রবীন্দ্র সদন সহ বিভিন্ন জায়গা মিলিয়ে কমপক্ষে ৪টি ড্রোনের দেখা মেলে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪৫ মিনিট ধরে আকাশে চক্কর কেটেছিল সেগুলি। তাই সঙ্গে সঙ্গে সেনাকে এই ব্যাপারে তথ্য দেওয়া হয়। 

ইতিমধ্যে এও জানা গেছে, ব্রিগেড, ভিক্টোরিয়া, ফোর্ট উইলিয়াম চত্বরেও ওই ড্রোনগুলি দেখা গেছিল। রাস্তায় ডিউটিতে থাকা পুলিশ আধিকারিকরা সেগুলি দেখে খবর দেয় লালবাজারে। তারপর লালবাজার কন্ট্রোল রুম থেকে ড্রোনের বিষয়ে ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। যদিও এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে ড্রোনগুলি এল কোথা থেকে। 

সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ মিলিতভাবে এই ড্রোন-রহস্যের তদন্তে নেমেছে। তাঁদের প্রাথমিক অনুমান, মেটিয়াবুরুজ বা বজবজ এলাকা থেকে সেগুলি উড়তে পারে। তবে কেউ ব্যক্তিগত কাজে বা কর্মসূত্রে সেই ড্রোন উড়িয়েছে নাকি এর পিছনে রয়েছে নাশকতা, সে বিষয়টি আগে নিশ্চিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। এমনিতে ফোর্ট উইলিয়াম অঞ্চলে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে। এর আগে এমন এক ঘটনায় এক বিদেশি নাগরিককে আটকও করছিল পুলিশ। 


ভিডিও স্টোরি