শেষ আপডেট: 12th September 2024 15:26
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা। গত দেড় দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করছেন তাঁরা। তাঁদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন সিনিয়র ডাক্তাররাও। কর্মবিরতি না তোলার জন্য আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে যদি কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় তবে তাঁরাও বড় পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়ররা ডাক্তাররা।
বৃহস্পতিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স সাংবাদিক বৈঠক করে বলে, জুনিয়র ডাক্তারদের যে নির্দিষ্ট পাঁচ দফা দাবি রয়েছে তা ন্যায্য। কিন্তু সরকারের তরফে তা পূরণ করার সদিচ্ছা দেখা যায়নি। এদিকে সরকার বৈঠকের লাইভ স্ট্রিম করতে চাইছে না কেন, সেই প্রসঙ্গেও প্রশ্ন তোলা হয়েছে। সিনিয়র ডাক্তাররা বলছেন, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী নানা বৈঠকের লাইভ স্ট্রিম করেছেন। কিন্তু এখন করতে চাইছে না। কী উদ্দেশে এই কাজ করা হচ্ছে তা বোঝা যাচ্ছে না।
সিনিয়র ডাক্তাররা এও বলছেন, জুনিয়র ডাক্তাররা অবশ্যই কাজে ফিরতে চান। কিন্তু যখন দোষীরা গ্রেফতার হননি, এবং প্রত্যেকটা মেডিক্যাল কলেজ হাসপাতালে যেভাবে এখনও 'থ্রেট কালচারের' পান্ডারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন, তখন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার কথা সরকারের তরফে বলা হয়নি। এটাই ভাবাচ্ছে সকলকে।
এই প্রেক্ষিতেই তাঁদের স্পষ্ট বার্তা, ''আমরা, সিনিয়ার চিকিৎকরা, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে সর্বদাই আছি। যদি জুনিয়র ডাক্তারদের ওপরে কোনরকম শাস্তি মূলক ব্যবস্থা নেমে আসে তাহলে আমরা বাধ্য হবো কর্মবিরতির মত বড় পদক্ষেপ গ্রহণ করতে। আগামী দিনে জুনিয়ার ডাক্তারদের এই ন্যায় সঙ্গত আন্দোলনকে আরো শক্তিশালী করবার জন্য যা যা করণীয় তা করবার অঙ্গীকার আমরা করছি।''
ইতিমধ্যে বৃহস্পতিবার বিকেলে জুনিয়র ডাক্তারদের ফের নবান্নে বৈঠকে ডাকা হয়েছে। এ ব্যাপারে জুনিয়র ডাক্তারদের এদিন দুপুরে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। তাতে এই প্রথমবার স্পষ্ট করে লেখা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে থাকবেন। বিকেল ৫টায় ডেকে পাঠানো হয়েছে আন্দোলনরক জুনিয়র ডাক্তারদের। চিঠিতে নবান্ন এও স্পষ্ট করে দিয়েছে, যে জুনিয়র ডাক্তাররা সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে বৈঠকে যেতে পারেন। তার বেশি নয়। তবে বৈঠকের লাইভ স্ট্রিমিং করা হবে না। স্বচ্ছতা রাখতে গোটা বৈঠক রেকর্ড করে রাখা হবে।