সেমিনার হলে ভিড়।
শেষ আপডেট: 26th August 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে পেরিয়ে গেছে ১৮ দিন। ঘটনার পরেই অভিযোগ উঠেছিল, আরজি করের থার্ড ফ্লোরের সেমিনার রুমে অর্থাৎ ক্রাইম সিনে নানা রকম পরিবর্তন ঘটেছে। এবার সামনে এল, সেদিনকার সেমিনার হলের একটি ভিডিও, যাতে এই অভিযোগেরই সত্যতা প্রমাণ হয় বলে মনে করছেন অনেকে। এই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি 'দ্য ওয়াল'। সেমিনার হলের কতটা ভিতরে ঢুকেছিল ওই ভিড়, তা-ও স্পষ্ট নয় ভিডিও দেখে।
৮ অগস্ট গভীর রাতে আরজি কর হাসপাতালে ঘটে যায় নৃশংস ধর্ষণ-খুন। ৯ তারিখ সকালে দেহ উদ্ধার হয় তরুণী চিকিৎসকের। সঙ্গে সঙ্গে সেই জায়গা যেখানে সিল করার কথা, তা না করে সেখানে কী করে এত লোককে ঢুকতে দেওয়া হল, সেই নিয়ে উঠেছে বড় প্রশ্ন।
ভিডিওয় দেখা যাচ্ছে ওই সেমিনার হলের মধ্যে প্রায় ৩০-৪০ জন লোক হুড়মুড়িয়ে ঢোকা-বেরোনো করছেন। রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দফতরের পিওন। রয়েছেন ফরেন্সিক বিভাগের কর্তা দেবাশিস সোম-সহ হাসপাতালের একাধিক পদস্থ লোকজন। প্রসঙ্গত, এই দেবাশিস সোম এখন সিবিআই তদন্তের স্ক্যানারে।
শুধু তাই নয়, সন্দেহ বাড়িয়েছে, শান্তনু দে নামের এক আইনজীবীর সেখানে উপস্থিতি। তিনি সন্দীপ ঘোষের আইনজীবী বলে জানা গেছে। ঘটনার দিন সকাল সকাল তিনি ক্রাইম সিনে কীভাবে পৌঁছে গেছিলেন, কেনই বা গেছিলেন, ভিডিও দেখে সেই প্রশ্ন উঠেছে সমস্ত মহলে।
সবচেয়ে বড় কথা, ঘটনাস্থলে হাজির ছিল পুলিশও, কিন্তু তাদের কোনও নিয়ন্ত্রণই নেই সেখানে ভিড় করা এত মানুষের উপর। অপরাধের জায়গায় এত লোক আসা-যাওয়া করলে যে তথ্যপ্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তা নিশ্চয়ই পুলিশের দেখার দায়িত্ব। কিন্তু ঘটনাস্থলে সে দায়িত্ব পালন করতে দেখা যায়নি পুলিশকে।
দেখুন সেই ভিডিও।
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলার সময়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় রাজ্যের আইনজীবী কপিল সিবালকে ভর্ৎসনা করে প্রশ্ন করেন, ৯ তারিখ সকাল ১০টা ১০-এ ঘটনার জেনারেল ডায়েরি করা হয়েছে। এর পরে ক্রাইম সিন সিল করা হয়েছে রাত ১১টার পরে, এতক্ষণ কী হচ্ছিল? এমনকি এই প্রশ্নও উঠেছে আদালতের বিচারপতিদের তরফে, যে এফআইআর করতে কেন রাত হয়ে গেল, তার আগে কেনই বা ময়নাতদন্ত সারা হয়ে গেল নির্যাতিতার।
এই সমস্ত নানা রকম অসঙ্গতি ও প্রশ্নের জোয়ার আরও একটু উস্কে দিল ঘটনার ১৮ দিন পরে সামনে আসা সেমিনার হলের ভিডিও।