শেষ আপডেট: 14th November 2024 14:04
দ্য ওয়াল ব্যুরো: বুধের পর বৃহস্পতিবার। ফের সাপের দেখা মিলল! আতঙ্কে থর হরি কম্প হাল কর্মীদের। ঘটনাস্থল, খোদ কলকাতা পুরসভা!
বুধবার স্বয়ং ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিসঘরে ঢুকে পড়েছিল একটি সাপ। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেখা মিলল আরও একটি সাপের।
বুধবারের সাপটি ধরতে ব্যর্থ হয়েছিল বন দফতর। বৃহস্পতিবার সেটিই আবার আস্তানা থেকে বেরিয়েছে নাকি এটি অন্য, তা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। আতঙ্কে কাজ ছেড়ে সকলে নিজের টেবিলের নীচে নজর রাখছেন! অনেকে আবার অফিস ছেড়ে বাইরে দাঁড়িয়েছেন। সাপকে ঘিরে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি পুরসভা চত্বরে।
জানা যাচ্ছে, এদিন পুরসভার কর্মীরা কালো কুচকুচে একটি সাপকে অফিসের মধ্যে দেখতে পান। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে খবর পেয়ে পুরসভায় এসে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। এসেছেন আলিপুর চিড়িয়াখানার সর্প বিশারদরাও। পুরসভার মধ্যে এবং চারধারে ছড়ানো হচ্ছে কার্বলিক অ্যাসিড। তবে দুপুর পর্যন্ত নতুন করে আর সাপের দেখা আর মেলেনি। ফলে কর্মীদের চোখে,. মুখে তীব্র আতঙ্কের ছাপ।
এক কর্মীর কথায়, "গতকালের সাপটাই আজকে আবার দেখা দিল নাকি পুরসভার মধ্যে সাপ নিজের আস্তানা বানিয়ে ফেলেছে বুঝতে পারছি না। এমন পরিস্থিতিতে কী অফিসে কাজ করা যায়!"
এ ব্যাপারে অবশ্য পুরসভার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে। তবে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।