শেষ আপডেট: 12th November 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি কর ধর্ষণ-খুন কাণ্ডের শুনানি। আর প্রথম দিনই সাংবাদিকদের সামনে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নিয়েছিল মূল অভিযুক্ত সঞ্জয় রায়। দাবি করেছিল, তিনিই নাকি তাকে ফাঁসিয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার সঞ্জয় রায়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। আদালত চত্বরে সঞ্জয়কে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার জন্য গাড়ির সংখ্যা যেমন বেশি ছিল, তেমনই বেশি ছিল নিরাপত্তা।
সঞ্জয় রায় সোমবার প্রিজন ভ্যানের ভিতরে থেকে চিৎকার করে বলেছিল, "আমাকে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল ফাঁসিয়েছেন!" স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য শোরগোল পড়ে যায়। তাই মঙ্গলবার যেহেতু তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে সেই প্রেক্ষিতেই বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। আর যাতে অন্য কারও নাম না নিতে পারে, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সংবাদমাধ্যমের কোনও কর্মী যাতে সঞ্জয়ের পাশে না যেতে পারে, সেই কারণে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
আগের থেকে অনেক কড়া নিরাপত্তায় মঙ্গলবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয়। যে প্রিজন ভ্যানে তাকে সোমবার আনা হয়েছিল তার থেকে তুলনামূলক ছোট গাড়িতে সঞ্জয়কে তোলা হয়েছিল আজ। কালো কাচে ঢাকা ছিল গাড়িটি। পাশাপাশি ওই ভ্যানে ছিল লোহার জালও, যাতে অভিযুক্তর মুখ না দেখা যায়। এছাড়া ওই গাড়ির আগে ছিল একটি প্রিজন ভ্যান, পরে ছিল অন্য একটি গাড়ি। সোমবার আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হলেও সঞ্জয় সংবাদমাধ্যমের সামনে এসে যেতে পেরেছিল। বিরোধীদের দাবি, এমন কাজ সে যাতে আর করতে না পারে, তাই এই কড়াকড়ি।
সোমবার সংবাদমাধ্যমের তরফে সঞ্জয়কে এও জিজ্ঞেস করা হয়েছিল, তাহলে মূল অপরাধী কে? জবাবে আরজি করের ধর্ষণ-খুন কাণ্ডের প্রধান এবং একমাত্র অভিযুক্তর দাবি ছিল, "প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে। ওদেরকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে।" এর আগে সে এও দাবি করেছিল যে তার ডিপার্টমেন্টই তাকে ফাঁসিয়েছে। যদিও এ ব্যাপারে কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল বা পুলিশের শীর্ষ কর্তাদের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে।