নিরাপত্তা খতিয়ে দেখল কমিটি
শেষ আপডেট: 12th November 2024 08:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার এসএসকেএম ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ও সুরক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কতটা উন্নতির প্রয়োজন সে সবই খতিয়ে দেখল রাজ্যের তৈরি সিকিওরিটি অডিট কমিটি।
আরজি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত হাসপাতালের সুরক্ষা সুনিশ্চিত করার দাবি জানিয়েছিল 'জুনিয়র ডক্টর্স ফ্রন্ট'। সরকারি হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছিল রাজ্য। সমস্ত মেডিক্যাল কলেজে সিসি ক্যামেরা লাগানো, পুলিশবাহিনী মোতায়েন হচ্ছে। সেই সব কাজ কতটা পর্যাপ্ত, কদ্দুর এগিয়েছে তা অডিট কমিটি খতিয়ে দেখছে।
সোমবার কমিটির চেয়ারম্যান, প্রাক্তন ডিজি সুরজিৎ করপুরকায়স্থ-সহ অন্য পুলিশ আধিকারিকেরা ওই দুই হাসপাতালে গিয়ে স্বাস্থ্যকর্তা-সহ স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেন। প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজ এবং বিকেলে এসএসকেএমে আসেন কমিটির সদস্যেরা। দুই জায়গাতেই প্রায় দু’ঘণ্টা করে বৈঠক হয়। সেখানে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ, রাজ্যের কার্যনির্বাহী স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা, পুলিশ ও জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অনেকেই হাজির ছিলেন।
সূত্রের খবর, হাসপাতালে কত সিসি ক্যামেরা আগে ছিল, এখন কতগুলি লাগানো হয়েছে এবং কোথায় কোথায় লাগানো হচ্ছে, কত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে, প্যানিক বাটন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অন্যদিকে, হাসপাতালে সিসি ক্যামেরা লাগানো নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, 'মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে সিসিটিভি বসানো নিয়ে কাটমানি নিচ্ছে তৃণমূল' !
শাসক দলকে বিঁধে শুভেন্দু বলেন, 'যে কোনও সমস্যা থেকে টাকা রোজগারের ব্য়াপারে তৃণমূলের ভূমিকা প্রশংসার যোগ্য।'