শেষ আপডেট: 5th February 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: দমদম থেকে শিয়ালদহের ট্রেন লাইনে ফের যাত্রী দুর্ভোগ। বুধবার দুপুরে পর পর দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন।
কী কারণে এমন ঘটনা? রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার কাঁকুড়গাছিতে এই লাইনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে কাজ চলেছিল। এরপর সোমবার থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বুধবার আচমকাই কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হয়ে যায়। ফলে ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। তাই ২ নম্বর লাইন নিয়ে ট্রেন চালানোর হচ্ছিল। একটি লাইন দিয়ে ডাউনের ট্রেন যাতায়াত করানোর চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়ে গেছে। তাই ১, ২ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিল। ম্যানুয়ালি সিগন্যাল দিয়ে ১ এবং ২ নম্বর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করানো হয়েছে। ৪ নম্বর লাইনেও খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ৩ নম্বর লাইনে কোনও সমস্যা নেই।
একটি লাইন দিয়ে ডাউনের ট্রেন যাতায়াত করানোর চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। বেশ কিছু আপ লাইনের ট্রেন বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। জানা গেছে, বুধবার দুপুরে দমদম আউটারে হাসনাবাদ, গোবরডাঙা লোকাল পর পর দাঁড়িয়ে পড়ে। কাঁকুড়গাছির আগে দমদম শিয়ালদহের মধ্যে ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে যায়। কোনও ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারছে না। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। বহু যাত্রী গন্তব্যে পৌঁছতে ট্রেন থেকে নেমে পড়েন। রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। অনেকে দমদম থেকে বাস ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন।