শেষ আপডেট: 31st August 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার দুপুরেই মুক্তি পেয়েছেন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নেতা সায়ন লাহিড়ী। তবে তাঁর মুক্তির বিরোধিতায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে নবান্ন। কিন্তু মুক্তির পর সায়ন জানিয়েছেন লড়াই জারি থাকবে। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানান তিনি। জেল থেকে বেরনোর পর প্রথম প্রতিক্রিয়ায় সায়ন ঠিক কী বললেন?
শনিবার বেলা ১টা ৪১ মিনিটে ব্যাঙ্কশাল কোর্ট থেকে মুক্ত হন 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর অন্যতম আহ্বায়ক। বিচারপতি জানিয়েছিলেন, তদন্তের প্রয়োজনে বা বক্তব্য নথিভুক্ত করতে তাঁকে হেফাজতে রাখার প্রয়োজন নেই। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়ন বলেন, ''রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি যেভাবে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ। একইসঙ্গে নবান্ন অভিযানের ঘটনায় বাকি ধৃতদেরও ছাড়ানোর জন্যও লড়াই জারি রাখব আমরা।''
সায়নের কথায়, সরকার বিরোধী আন্দোলন ছিল। তাঁদের পাশে কেউই ছিল না। কিন্তু কলকাতা হাইকোর্ট তাঁদের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছেন। পাশাপাশি নবান্ন অভিযান ঘিরে যে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছে তারও নিন্দা করেন সায়ন। বলেন, ''শান্তিপূর্ণ আন্দোলনে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন অনেকে। আমাদের লক্ষ্য সেটা কখনই ছিল না। আমরা এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই। যারা আমাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে তাঁদের ধরুক পুলিশ।''
সায়ন লাহিড়ীর গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য। কেন সায়নকে গ্রেফতার করা হয়েছিল, তার উত্তর চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের যুক্তি ছিল, ওই কর্মসূচি কোনও ভাবেই শান্তিপূর্ণ ছিল না। আর সায়ন নিজের 'প্রভাব' খাটিয়ে অশান্তি তৈরি করার চেষ্টা করেছিলেন। যদিও এই দাবি মানেনি আদালত। তারপরই তাঁকে মুক্তির নির্দেশ দেয়। যদিও নবান্ন এখন দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।