শেষ আপডেট: 14th August 2024 16:38
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে বিস্ফোরক শান্তনু সেন। বললেন, "গত কয়েক বছরে আরজি করের মেডিক্যাল শিক্ষার দফারফা হয়ে গেছে। এখানকার সব খবর মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছয় না।"
একটি বেসরকারি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "আরজিকরে এর আগেও অনেকেই অধ্যক্ষের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সন্দীপ ঘোষকে নিয়ে যত অভিযোগ উঠেছে, তা আর কাউকে নিয়ে ওঠেনি। এ রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করছেন। আমি একজন অনুগত সৈনিক হিসেবে তাঁর পাশে থাকব। কিন্তু এটা বলতেই হচ্ছে ওঁর কাছে আরজি করে কী হচ্ছে তার সমস্ত খবর পৌঁছয় না।"
এর আগে আরজিকর নিয়ে ভিন্ন অবস্থান নিতে দেখা গেছে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়কেও। তিনি জানান, মেয়ের বাবা এবং নাতনির দাদু হিসেবে বুধবার রাতের প্রতিবাদে যোগ দেবেন তিনি। কোনও নেতা হিসেবে নয়। তাঁর কথায়, ''লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু। আমাদের এ বিষয়ে সরব হতে হবে। মেয়েদের বিরুদ্ধে হিংসা অনেক হয়েছে। চলুন একসঙ্গে প্রতিবাদ করি।'' রাজ্যের শাসক দলের মধ্যে সুখেন্দুই প্রথম বড় নেতা যিনি এই প্রতিবাদে যোগ দেওয়ার কথা বলেছেন। এরপরে আরজিকর কাণ্ডে অন্য সুর শোনা গেল দলের চিকিৎসক নেতা শান্তনু সেনের গলায়।