শেষ আপডেট: 4th October 2024 18:24
দ্য ওয়াল ব্যুরো: একা সেলে থাকতে পারছে না সঞ্জয় রাই। নিঃসঙ্গতায় ভুগছে। তাই সাধারণ সেলে যাতে তাকে পাঠানো হয় শুক্রবার শিয়ালদহ আদালতে সেই আবেদন জানালেন সঞ্জয়ের আইনজীবী।
আরজি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়াট ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয়। শুক্রবার শিয়ালদহ আদালতে এই মামলার শুনানি চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দেন তিনি। আর এইদিনই নিজের মক্কেলের জন্য নতুন আবেদন জানান সঞ্জয়ের আইনজীবী।
এদিন আরজি কর মামলার শুনানির সময় ধৃতকে সাধারণ সেলে পাঠানোর আর্জি জানান সঞ্জয়ের আইনজীবী। তাঁর এই
আর্জি শুনে বিচারক এর কারণ জানতে চান। সঞ্জয়ের আইনজীবী জানান, জেলে একাকিত্বে ভুগছেন সঞ্জয়। সাধারণ ওয়ার্ডে অন্য বন্দিদের সঙ্গে থাকলে মানসিক চাপ কমবে। তাই তাঁকে একক সেল থেকে সাধারণ ওয়ার্ডে পাঠানোর আর্জি বলে জানিয়েছেন সঞ্জয়ের আইনজীবী।
গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার রুম থেকে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। বিচার চেয়ে রাজ্যজুড়ে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা।
যে দিন ওই ঘটনা ঘটে সেই দিনই পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে। পরে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অভিযুক্ত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দেয় পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের পলিগ্রাফ টেস্ট হয়েছে। নার্কো পরীক্ষায় রাজি হয়নি অভিযুক্ত। তদন্তকারীরা জানান, আরজি করে নিয়মিত যাতায়াত ছিল এই ব্যক্তির। ঘটনার রাতেও হাসপাতালে তাঁকে একাধিক বার ঢুকতে-বেরোতে দেখা গিয়েছে। তবে ধৃতের আইনজীবী আদালতে বারবার দাবি করেছেন,তাঁর মক্কেল নির্দোষ।