শেষ আপডেট: 28th August 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: রবিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশিতে গিয়ে বাড়ির বাইরে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল সিবিআই আধিকারিকদের। বারবার দরজা ধাক্কা দিলেও খোলেননি কেউ। সেই ঘটনায় ভুরুতে ভাঁজ পড়েছিল অনেকেরই। তিনদিন বাদে গৃহকর্তা জানালেন, শৌচাগারে ছিলেন বলে বুঝতেই পারেননি কেউ বাড়ির কড়া নেড়েছে।
রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে সন্দীপ ঘোষের বাড়ির সামনে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কেউ দরজা না খোলায় সন্দীপকে একাধিকবার ফোন করেন সিবিআই কর্তারা। সেই ফোনও ধরেননি। অবশেষে সকাল আটটার কিছু পরে দরজা খোলেন তিনি। টানা ৭৫ মিনিট অপেক্ষার পর বাড়িতে ঢুকতে পারেন সিবিআই আধিকারিকরা। পরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ দাবি করেন,বাথরুমে থাকায় কলিং বেল বা ফোনের রিং কিছুই শুনতে পাননি। তবে ওই সময় তাঁর বাড়ির অন্যরা কোথায় ছিলেন, সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি।
ওইদিন সকাল সাড়ে ৬টায় নিজাম প্যালেস থেকে বেশ কয়েকটি গাড়ি বেরিয়ে পোর্টের গেস্ট হাউসে যায়। তারপর সেখান থেকে একটি টিম গেস্টহাউস থেকে বেরিয়ে শিয়ালদহ হয়ে পৌঁছয় বেলেঘাটা মেইন রোডে সন্দীপ ঘোষের বাড়ি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই টিম পৌঁছয় সন্দীপ ঘোষের বাড়ি। প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে রাত ৮টা ৪৬ মিনিটে ওই বাড়ি থেকে বের হন তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর।
আরজি করে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। একইসঙ্গে হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। দু’টি মামলাতেই জেরা করা হচ্ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে।