শেষ আপডেট: 5th February 2025 13:48
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে বুধবার দুপুর দেড়টায় চার্জ গঠনের শুনানি শুরু হবে। তার আগে সন্দীপ ঘোষ তাঁর বেঞ্চেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি।
সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি। সেক্ষেত্রে একক বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে, এই প্রশ্ন তাঁর।
সিঙ্গল বেঞ্চেও কার্যত একই দাবি করেছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাল্টা বলেন, কিছু বলার থাকলে নিম্ন আদালতে গিয়ে বলতে হবে। অহেতুক আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তাই আগের নির্দেশ পরিবর্তন করা হবে না। ঠিক তার পরই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চের দারস্থ হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। বিকেল সাড়ে ৪টেয় এই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। নির্দেশ প্রধান বিচারপতির।
গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।