শেষ আপডেট: 5th February 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় বুধবারই চার্জ গঠনের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। তার আগে ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষ। সিবিআই আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তিনি। তবে তা গ্রাহ্য করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এতএব আজই চার্জ গঠন হতে চলেছে এই মামলায়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষই নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে বুধবার দুপুর দেড়টায় চার্জ গঠনের শুনানি শুরু হবে। তবে সন্দীপ ঘোষের আইনজীবী এদিন হাইকোর্টে দাবি করেছিলেন, যা নথি দেওয়া হয়েছে তা এখনও পড়ে ওঠা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আগের নির্দেশ পুনর্বিবেচনা করা হোক। কিন্তু বিচারপতি পাল্টা বলেন, কিছু বলার থাকলে নিম্ন আদালতে গিয়ে বলতে হবে। অহেতুক আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তাই আগের নির্দেশ পরিবর্তন করা হবে না।
গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট।
উচ্চ আদালতের পর্যবেক্ষণ ছিল, গত নভেম্বরে চার্জশিট দেওয়ার পরেও ট্রায়ালে দেরি হচ্ছে। বিচারে সিস্টেমেটিক ডিলে করা হচ্ছে বলেও মনে করেছিলেন বিচারপতি। এরপরই মামলার চার্জ গঠন নিয়ে তৎপরতা বাড়ে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দিয়েছে, বুধবারই কেন্দ্রীয় সংস্থাকে এই মামলায় চার্জ গঠন করতে হবে।
অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ রাজ্য সরকারি কর্মচারী হওয়ায়, এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে চার্জগঠনের জন্য সরকারের অনুমোদন প্রয়োজন। আদালত সূত্রের খবর, এ বিষয়ে রাজ্য প্রয়োজনীয় অনুমতিও দিয়ে দিয়েছিল। অথচ সিবিআই তা আদালতকে জানায়নি বলে অভিযোগ ওঠে। এরপরই কলকাতা হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছিল।