শেষ আপডেট: 28th October 2024 13:12
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এর আগে সূত্র মারফৎ জানা গিয়েছিল, সন্দীপের জামিনের আবেদনে শিয়ালদহের আদালত জানায়, তাঁর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা মারাত্মক। সব প্রমাণ হলে তাঁর ফাঁসি হতে পারে! তখনই সন্দীপ ঘোষের জামিনের আর্জি খারিজ করা হয়। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলেরও জামিনের আর্জি খারিজ হয় সেই সময়।
হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। তারপর তাঁকে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনাতেও গ্রেফতার করে সিবিআই।
প্রসঙ্গত, ক'দিন আগে ধৃত সন্দীপ ও অভিজিতের মোবাইল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়া গিয়েছে বলে শিয়ালদহ আদালতে জানায় সিবিআই।
একই সঙ্গে অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে আদালতে বলা হয়েছিল, জামিন পেলে তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন তাঁরা। সিবিআইয়ের দাবি মেনে ৪ নভেম্বর পর্যন্ত দু'জনকেই বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় আদালত।
আর এবার জামিনের আবেদন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সন্দীপ। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সেখানে কী হয়, সেদিকেই থাকবে নজর।