শেষ আপডেট: 1st September 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত দেবাশিস সোম হাসপাতালে ভর্তি হলেন। আরজি করের ফরেন্সিক বিভাগের শিক্ষক তথা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ দেবাশিস। রক্তের শর্করার মাত্রার হেরফের ঘটেছে। ডায়াবেটিক রোগী তিনি। সেই কারণেই তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবিবার বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
কলকাতা হাই কোর্টের নির্দেশে আর্থিক দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই তদন্তেই সিবিআইয়ের নজরে ছিলেন দেবাশিস। ২৬ অগস্ট তাঁর কেষ্টপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা তল্লাশির পর তাঁকে নিজাম প্যালেসে নিয়ে গেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাত অবধি সেখানেই ছিলেন। পরে সিজিও কমপ্লেক্সে নিয়ে দেবাশিসকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আর্থিক অনিয়ম মামলার পাশাপাশি চিকিৎসক-খুনের মামলাতেও প্রশ্ন করা হয় তাঁকে। মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর এক ভিডিওতে সেমিনার হলের ভিড়ে দেখা যায় দেবাশিসকে।