শেষ আপডেট: 8th September 2024 17:10
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের দিন নাকি কাকভোরে ফোন করা হয়েছিল হাসপাতালের অধ্যক্ষের গাড়ির চালককে। আর সেই ফোন করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজেই। সন্দীপ ঘোষকে গ্রফতারের পর এবার সিবিআই-এর নজরে তাঁর গাড়ির চালক।
টানা ১৬ দিন সিবিআইয়ের জেরার মুখোমুখি হওয়ার পর গত সোমবার সন্ধ্যায় আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তারপরেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
সূত্রের খবর, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জন্য বরাদ্দ সরকারি গাড়ির চালককে ফোন করা হয় ভোর বেলা। তড়িঘড়ি হাসপাতালে আসতে বলা হয় তাকে। স্বয়ং সন্দীপ ঘোষ ভোর বেলা ফোন করে ডেকেছিলেন। ইতিমধ্যেই ওই চালকের বয়ান রেকর্ড করছে সিবিআই।
সিবিআই এ বিষয়ে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। উত্তরে তিনি জানান, ভোর বেলা তিনি এসব কিছুই জানতেন না। সকাল ১০টার পর ঘটনা সম্পর্কে খবর পান তিনি। এখানেই অসঙ্গতি মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। একের পর এক চাঞ্চল্যকর তথ্যে তদন্তে অন্য মোড় দিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, সোমবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি হবে। থাকবেন প্রধান বিচারপতিও। স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে সিবিআই অতিরিক্তি সময় পেয়েছে। এখন এটাই দেখার যে এত দিনের তদন্তে সিবিআই আদালতে কী স্ট্যাটাস রিপোর্ট পেশ করে।