শেষ আপডেট: 5th September 2024 13:13
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল চারিদিক। পথে নেমেছেন বিভিন্ন শিল্পের মানুষ। এবার 'বোনের' মৃত্যুর প্রতিবাদে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্ডা।
তিলোত্তমার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফেসবুক পোস্ট করে সদস্য পদ ছাড়ার কথা জানালেন শিল্পী।
লিখলেন, 'আমি সনাতন দিন্ডা। পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা, মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা, বোন নিহত ‘তিলোত্তমা’ দিন্ডা। আদি নিবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম। দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না। তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।'
অর্থাৎ শিল্পী বুঝিয়ে দিলেন, আরজি করে নিহত চিকিৎসক তাঁরও বোন। 'বোনের' মৃত্যুর পর তিনি আর চারুকলা পর্ষদের সদস্য থাকছেন না।
সামনেই পুজো। আর থিমের পুজোর অন্যতম নাম সনাতন দিন্ডার এহেন ফেসবুক পোস্ট রীতিমতো গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। শুধু রাজ্য জুড়েই তাঁর শিল্পের দাপট নয়, 'ওয়ার্ল্ড বডি পেইন্টিং' ফেস্টিভ্যালে পরপর দু'বার ভারত প্রথম হয়েছে। তার মূল কাণ্ডারী শিল্পী সনাতন দিন্ডা।