Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
শীতলকুচিতে মন্দিরে পুজো দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক'পুনর্বিবেচনা নয়, সময়টাই আসল সমস্যা', বিহারের ভোটার তালিকা নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিকজোরকদমে এগোচ্ছে জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ! খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, খোঁড়া শুরু হল আজফ্লপ ছবির পর সব হারান পরিচালক, মেয়ে নাচতে ও ছেলে মিমিক্রি করতে বাধ্য হন পথঘাটে!বিয়ের আগে মূর্ছা গেলেন নীতু, কনেকে সাজালেন প্রিয় বান্ধবী রেখাবিহারে মহিলার ভোটার কার্ডে নীতীশ কুমারের ছবি! কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তৃণমূলের'আমরা তো অ্যাংজাইটি অ্যাটাক কথাটাই শুনিনি!' মানসিক স্বাস্থ্য নিয়ে মুখ খুলে বিতর্কে জয়া৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডস
Safe Drive Save Life course

স্কুলগুলোতে সেফ ড্রাইভ সেভ লাইফ এর কোর্স করানো হবে, খসড়া তৈরি করছেন রাজীব কুমার

প্রশাসন সূত্রের খবর, দুর্ঘটনা ঠেকাতে রাস্তায় চলাচলের সময় কোন কোন বিষয়ে বাড়তি নজর রাখতে হবে, সংশ্লিষ্ট কোর্সে তারই প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের।

স্কুলগুলোতে সেফ ড্রাইভ সেভ লাইফ এর কোর্স করানো হবে, খসড়া তৈরি করছেন রাজীব কুমার

মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজীব কুমার।

শেষ আপডেট: 14 November 2024 15:35

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা ঠেকাতে এবার কলকাতা পুলিশের তরফে স্কুলে স্কুলে সেফ ড্রাইভ সেভ লাইফ এর কোর্স করানো হবে। তার খসড়া তৈরি করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

প্রশাসন সূত্রের খবর, দুর্ঘটনা ঠেকাতে রাস্তায় চলাচলের সময় কোন কোন বিষয়ে বাড়তি নজর রাখতে হবে, সংশ্লিষ্ট কোর্সে তারই প্রশিক্ষণ দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। এর ফলে দুর্ঘটনা অনেকখানি কমানো যাবে বলে মনে করছেন পুলিশ প্রশাসনের কর্তারা।

রাজ্যে পালা বদলের পর দুর্ঘটনা ঠেকাতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে দুর্ঘটনার সংখ্যাও আগের চেয়ে অনেকখানি কমেছে বলে রাজ্যের দাবি। এমনকী বাংলার এই প্রকল্প অন্যান্য রাজ্যও অনুসরণ করছে। এবার এ ব্যাপারে স্কুল পড়ুয়াদের সতর্ক করতে উদ্যোগী হচ্ছে প্রশাসন।

প্রসঙ্গত, মঙ্গলবার সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুল থেকে ফিরছিল শিশুটি। ওই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে অবিলম্বে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে বসেছিল প্রশাসনিক বৈঠক। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

পুর ও নগরোন্নয়ন দফতরে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে  বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, পরিবহণ সচিব, কলকাতার পুলিশ কমিশনার, জয়েন্ট সিপি ট্রাফিক, সিপি বিধাননগর এবং ট্রাফিক পুলিশের কর্তারা। বৈঠকে হাজির ছিলেন বাস সংগঠনের সদস্যরাও। বাসের রেষারেষি নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে প্রশাসন।


ভিডিও স্টোরি