শেষ আপডেট: 27th August 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযান রুখতে সতর্ক পুলিশ। আন্দোলনকারীরা যাতে গার্ডরেল কিংবা ব্যারিকেড ধরে ঝাঁকাতে না পারেন, তা নিশ্চিত করতে সেগুলির উপরে দেওয়া হচ্ছে গ্রিজের পরত। আন্দোলনকারীদের আটকানোর পরিকল্পনা দেখে ফেসবুকে ছবি পোস্ট করলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর প্রশ্ন, 'ভয় পেয়েছেন না?' আর ক্যাপশনে লিখেছেন, 'প্রমাণিত'। অর্থাৎ বোঝাতে চেয়েছেন ভয় পেয়েছে প্রশাসন।
আন্দোলনকারীদের আটকাতে শহরের বিভিন্ন প্রান্তে ক্রেনের মাধ্যমে কন্টেনার নামিয়েছে পুলিশ। সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অন্যদিকে এই আবহে অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ-আন্দোলনে গ্রেফতার হওয়া পড়ুয়াদের সমস্ত রকম আইনি সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু।