শেষ আপডেট: 26th August 2024 20:12
দ্য ওয়াল ব্যুরো: মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়রকে। আপাতত প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তাকে। অভিযুক্তর ফাঁসির দাবি উঠছে বারেবারে। পথে নেমেছেন মহিলারা। এই পরিস্থিতে গ্রেফতার সেই সিভিক ভলান্টিয়রের হয়ে মামলা লড়ছেন মহিলা আইনজীবী কবিতা সরকার। ধৃতের বিরুদ্ধে প্রথমে মামলা লড়তেই চাননি কোনও আইনজীবী। পরে শিয়ালদহ কোর্ট বছর বাহান্নর কবিতা সরকারকে আরজি করের ঘটনায় অভিযুক্তের আইনজীবী হিসাবে নিযুক্ত করে। সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে কবিতা জানিয়েছেন, তাঁর মক্কেল এই অপরাধের সঙ্গে জড়িত নয়।
কে এই কবিতা সরকার? হুগলির মহসিন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেছেন। এরপর আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন। প্রথমদিকে মূলত দেওয়ানি মামলা লড়তেন কবিতা। পরবর্তীতে ফৌজদারি মামলা লড়া শুরু করেন। সেই সময় যোগদান করেন সাউথ এসিয়ান লিগ্যাল সার্ভিসেস অ্য়াসোসিয়েশন। এরপর ২০২৩ সালের জুন মাস থেকে শিয়ালদহ কোর্টে তিনি লড়তে শুরু করেন। কবিতার বিশ্বাস, প্রতিটি ব্য়ক্তির নিরপেক্ষ ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কবিতার বিশ্বাস, 'সত্য সামনে আসবে। অভিযুক্ত যে নির্দোষ তা প্রমাণিত হবে'।