শেষ আপডেট: 27th January 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। আলাদা মামলা করেছে সিবিআই-ও। সেই মামলার শুনানিতে নির্যাতিতার বাবা-মায়ের আইনজীবী জানান, তাঁরা সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চান না!
সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্টে সিবিআই সওয়াল করেছিল, রাজ্য ফাঁসির আর্জি করে মামলা করতে পারে না। কিন্তু এই দাবির পাল্টা রাজ্য ১৯৭৬, ২০০৩, ২০১০ সালে সুপ্রিম কোর্টের দেওয়া তিনটি নির্দেশনামা উল্লেখ করে বলে তাঁরা বলে এই আর্জি করতে পারে। এদিকে নির্যাতিতার বাবা হাইকোর্টের শুনানির পর সাংবাদিকদের সামনে বলেন, মেয়ের বিচার পাওয়াটাই তাঁদের কাছে আসল লক্ষ্য। যেভাবে মেয়ের বিচার পাওয়া যায় তাতেই তাঁদের সমর্থন রয়েছে। তবে সঞ্জয় রায়ের ফাঁসি চান কী চান না, সেই ব্যাপারে তাঁদের আইনজীবী বিশ্লেষণ করেছেন বলে জানান তিনি।
কলকাতা হাইকোর্টের শুনানির নির্যাতিতার বাবা-মা বক্তব্য, রাজ্য এবং কেন্দ্রের আবেদন সংক্রান্ত এই মামলায় সঞ্জয় রায়ের ফাঁসি চান না তাঁরা। তবে দুই পক্ষের আবেদন নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। আবেদন গ্রহণ হবে কিনা, সে ব্যাপারেও তাঁরা কিছু বলতে চান না। বিষয়টি আদালত ঠিক করবে। নির্যাতিতার বাবা বলছেন, 'আসল অপরাধীরা কঠোর শাস্তি পাক এটাই চাই। তার জন্য যা করতে হবে, তাই করব। সঞ্জয় একা দোষী নয়, আরও অনেকে আছে। তাঁদেরও ধরা হোক।'
এদিনও রাজ্য পুলিশ এবং সিবিআই-এর তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার পরিবার। তাঁদের কথায়, রাজ্য পুলিশ তো তদন্তে ডুবিয়েছিলই, সিবিআই-ও তাই করেছে। আর এর প্রমাণ শিয়ালদহ আদালতের নির্দেশনামাতেও রয়েছে। তবে আদালত তথা বিচার ব্যবস্থার ওপর তাঁদের ভরসা আছে বলেই জানান।
প্রসঙ্গত, আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনায় গত শনিবার ১৮ জানুয়ারি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। ২০ জানুয়ারি সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস। এদিকে আগেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পুনরায় তদন্ত চেয়ে প্রথমে হাইকোর্টে পরে সুপ্রিম কোর্টে মামলা করেছেন নির্যাতিতার মা-বাবা।