শেষ আপডেট: 30th January 2025 21:31
দ্য ওয়াল ব্যুরো: এবার আরজি কর নিয়ে একগুচ্ছ প্রশ্ন হাতে রাজ্যপালের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। চিঠি দিয়ে সিবিআই তদন্তের গাফিলতির কথাও উল্লেখ করেছেন তাঁরা। শুধু তাই নয়, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে সিভি আনন্দ বোসের কাছে আবেদনও রেখেছেন।
বৃহস্পতিবার প্রায় দেড় ঘণ্টা রাজ্যপালের সঙ্গে কথা বলেন নিহত চিকিৎসকের পরিবার। বৈঠক সেরে বেরিয়ে নির্যাতিতার বাবা জানান, "সিবিআইয়ের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তা লিখিত আকারে জমা দিয়েছি, যাতে উনি উচ্চপর্যায়ে আলোচনা করেন। সম্ভব হলে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করাবেন। রাজ্যপাল আশ্বস্ত করে বলেছেন ন্যায় বিচার পাবো আমরা।''
অন্যদিকে, নির্যাতিতার মা বলেন, "রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন বলেছেন। আমাদেরও বললেন রাষ্ট্রপতিকে মেইল করে রাখতে। সিবিআইয়ের তদন্ত নিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছি আমরা।''
বস্তুত, আগেও নির্যাতিতার বাবা-মা সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও এদিন সেই অভিযোগ তুলে ধরেন তাঁরা। সুনির্দিষ্ট ভাবে অভিযোগ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক জন আধিকারিকের বিরুদ্ধেও। নির্যাতিতার বাবা-মায়ের সেই অভিযোগ উপযুক্ত স্থানে পৌঁছে যাবে বলে আশ্বাসও দেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজ্য এবং সিবিআই হাই কোর্টে গিয়েছে সঞ্জয়ের ফাঁসি চেয়ে। সেই মামলাতে সঞ্জয়ের ফাঁসির আর্জির বিরোধিতাই করেছে নির্যাতিতার পরিবার। তদন্তের স্বার্থে সঞ্জয়ের বেঁচে থাকা জরুরি বলে এখন তাঁদের মত।
শিয়ালদহ আদালতের রায়ে তদন্তে বেশ কিছু খামতির কথা স্পষ্ট ভাবেই বলা হয়েছে। তদন্তে এমন কিছু বিষয় খতিয়ে দেখা জরুরি ছিল, যা দেখার সুযোগও ছিল। কিন্তু হয়নি। বিচারক অনির্বাণ দাসের পর্যবেক্ষণ এ রকমই ছিল। নির্যাতিতার পরিবার মনে করছে, এই খামতির জন্য মূলত এক জন আধিকারিকই দায়ী। আর এহেন যাবতীয় অভিযোগ আজ রাজ্যপালের কাছে পেশ করেন তাঁরা।