শেষ আপডেট: 11th November 2024 14:37
দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শুরু হল আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া। সেই মামলার শুনানিতে প্রথম দুই সাক্ষী নির্যাতিতার বাবা এবং মা। এদিন গাড়িতে করে তাঁদের শিয়ালদহ আদালতে নিয়ে গেছে সিবিআই। আদালতে তাঁদের বয়ান নথিভুক্ত করা হবে।
আরজি কর কাণ্ডে গ্রেফতার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পরই জানানো হয়েছিল ১১ নভেম্বর থেকে এই মামলার শুনানি শুরু হবে এবং রোজ হবে শুনানি। সেই মতোই সোমবার নির্যাতিতার বাবা-মাকে আদালতে নিয়ে গেছে সিবিআই।
এই মামলার বিচারপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায়কেও শিয়ালদহ আদালতে পেশ করা হয়েছে। নির্যাতিতার বাবা-মার সাক্ষ্য নেওয়া হলে সিবিআই-এর তালিকায় থাকা ১২৮ জন সাক্ষীর মধ্যে আজ প্রথম দফায় ৫৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে। এই তালিকায় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পুলিশ আধিকারিক, ফরেন্সিক বিভাগের আধিকারিক অনেকেই আছেন।
যে দিন সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল সেদিনই বিস্ফোরক দাবি করেছিল সে। 'আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে ডিপার্টমেন্ট চুপ থাকতে বলেছে। সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ-মার্ডার করিনি।' সংবাদমাধ্যমের সামনে এমনই দাবি করেছিলেন সঞ্জয়। আরজি করের ঘটনার গ্রেফতারির পর প্রথমে সে বলেছিল, 'আমিই দোষী, আমাতে ফাঁসি দিন।' কিন্তু তারপর এক দফার শুনানিতে সঞ্জয় বিচারককে বলেছিল, 'স্যর আমার কিছু বলার রয়েছে। নয়তো দোষী করে দেবে।' তবে শিয়ালদহে আদালতে তাকে শেষ যে দিন তোলা হয়েছিল সেদিনই কার্যত 'বিস্ফোরণ' ঘটায় সে।
গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়। এই সিভিক ভলেন্টিয়ার ছাড়া আর কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি। কলকাতা পুলিশের এই গ্রেফতারিতেই সিলমোহর দিয়েছে সিবিআই।