শেষ আপডেট: 5th October 2024 17:29
দ্য ওয়াল ব্যুরো: আরজি করের ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা তো টানা আন্দোলন করছেন। পুজোর সময়ও তাঁদের বিক্ষোভ জারি থাকবে। ধর্মতলায় অবস্থান মঞ্চও তৈরি হয়েছে তার জন্য। এদিকে নির্যাতিতার বাবা-মাও নিজেদের বাড়ির সামনে অবস্থানে বসতে চলেছেন। পুজোর দিনগুলো তাঁরা অবস্থানে বসবেন।
নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। নির্যাতিতার বাবা জানিয়েছেন, পুজোর সব দিনই তাঁরা অবস্থানে বসবেন। তবে কোনও বিক্ষোভ বা প্রতিবাদ করবেন না। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনেই অবস্থানে বসতে চলেছেন তাঁরা। ৯ অগস্টের ঘটনার পর থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। এর আগে তাঁদের আন্দোলনে সরাসরি সামিল হতে দেখা গেছিল নির্যাতিতার বাবা-মাকে। এবার তাঁরা নিজেরাই বাড়ির সামনে অবস্থানে বসতে চলেছেন।
উৎসবে আমেজে ঢুকে পড়েছে বাঙালি। মহালয়া থেকেই 'পুজোর ভিড়' দেখা যেতে শুরু করেছে। একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আরজি করের নির্যাতিতার বাড়ি যে তিমিরে ছিল, সেই তিমিরেই আছে। প্রত্যেক বছর এই বাড়িতে ধুমধাম করে পুজো হত। কিন্তু এবার থেকে আর হবে না। নির্যাতিতার মা আগেই জানিয়েছিলেন, পুজো সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে তাঁর বাড়িতে।
নির্যাতিতার মা জানিয়েছেন, এ বছর আগে থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি অনেকটা সেরে ফেলেছিলেন তাঁর মেয়ে। দুর্গা প্রতিমার জন্য শাড়ি কেনা ছিল। ঢাকিদেরও আগে থেকেই বায়না দেওয়া হয়েছিল। এখন এসব শুধুই স্মৃতি। নির্যাতিতার মা-বাবার এখন মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, দোষীরা শাস্তি পাক। মেয়ে বিচার পাক।