শেষ আপডেট: 2nd September 2024 22:58
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের গ্রেফতারির পর সোমবার হয়তো সবথেকে বড় গ্রেফতারি হয়েছে। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। মূলত আর্থিক দুর্নীতির দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেও বিচার চেয়ে আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে সব মহলই। কিন্তু কী বলছেন নির্যাতিতার বাবা-মা? তাঁরা এই সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে একটুও খুশি?
'যেদিন সবার ফাঁসি হবে...'। আরজি করের নির্যাতিতার বাবা-মা এখনই কোনও রকম স্বস্তি পাচ্ছেন না। তাঁদের সাফ কথা, এটা সবে শুরু। এক সংবাদমাধ্যমে নির্যাতিতার বাবা বলেছেন, ''মেয়ে দুর্নীতির বলি হয়েছে। আরও যারা জড়িত আছে তারাও গ্রেফতার হোক। যেদিন এদের সবার ফাঁসি হবে, সেদিন মনের আশা কিছুটা পূরণ হবে।'' নির্যাতিতার মায়ের কথায়, যা ঘটনা ঘটেছে তার জন্য পুরো হাসপাতাল দায়ী। আর এর মাথা সন্দীপ ঘোষ। সে গ্রেফতার হওয়ায় একটু হলেও আশার আলো দেখছেন তিনি।
সন্দীপ ঘোষ গ্রেফতার হলেও পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে অনড় জুনিয়র ডাক্তাররা। তাঁরা লালবাজারের সামনে অবস্থান-বিক্ষোভ করেছেন। তাঁদের সাফ কথা, সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন মানে একটা দাবি পূরণ হয়েছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন বজায় থাকবে। জুনিয়র ডাক্তারদের দাবি হল, আরজি কর কাণ্ডের ঘটনার দায় নিয়ে সরতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। এদিন তাঁরা কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। কিন্তু বিনীত গোয়েল তাতে রাজি না হওয়ায় তাঁরা প্রতিবাদে রাস্তায় বসে পড়েন।
জুনিয়র ডাক্তারদের একাংশ জানিয়ে দেয়, পরশু ৪ সেপ্টেম্বর ফের রাত দখল অভিযানে নামবেন তাঁরা। আবার আরজি করে নিহত শিক্ষার্থী চিকিৎসকের বাবা ও মা সংবাদমাধ্যমকে জানান, তাঁরাও এ বার সরাসরি প্রতিবাদ আন্দোলনে নামবেন। পরশু রাত দখলের অভিযানে তাঁরা সামিল হতে পারেন বলে জানা গেছে। মৃত চিকিৎসকের মায়ের কথায়, যেভাবে ডাক্তাররা প্রতিবাদে নেমেছেন, তার পর তাঁদেরও এবার নামা উচিত বলে তাঁরা মনে করছেন।