শেষ আপডেট: 23rd September 2024 00:14
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' রুখতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। ডাক্তার, নার্স, ইন্টার্ন মিলিয়ে মোট ৫১ জনের বিরুদ্ধে ধমকানি, চমকানি করার অভিযোগ উঠেছিল। শনিবার তাঁদেরই ১১ জনকে ডেকে পাঠানো হয়। আর রবিবার সেই ৫১ জনের তালিকা থেকে বাদ পড়লেন একজন। বদলে আরও ন'টি নতুন নাম যোগ হলো তালিকায়।
রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ওই একজনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। জুড়ে দিয়েছে নতুন নয়টি নাম। প্রসঙ্গত, হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রথমে ৫১ জনের তালিকা বের করা হয়।
হাসপাতালের তরফে অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয় থ্রেট কালচার রুখতে। যে কারণে শনিবার ওই তালিকার থেকে বাছাই করা ১১ জনকে ডেকে পাঠানো হয়েছিল।
আরজি কর হাসপাতালে এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় সাফ বলে দিয়েছিলেন, তদন্ত কমিটি সবটা খতিয়ে দেখবে। কলেজ কাউন্সিলের মিটিংয়ে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।
হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই ধীরে ধীরে সামনে আসে থ্রেট কালচারের অভিযোগ। স্লোগানও ওঠে ‘থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে।’
মেডিক্যাল কলেজেগুলিকে সিন্ডিকেটের দাদাগিরি রুখতে সরব জুনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যেই 'থ্রেট কালচার'-এর সঙ্গে যুক্ত ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী মেডিক্যাল কলেজ।
তদন্ত কমিটি গঠন করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালও। এবিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছিলেন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ অধ্যক্ষ। কমিটিতে থাকছেন সাতজন সদস্য।