শেষ আপডেট: 5th November 2024 09:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রায় তিন মাস হতে চলল। প্রতিবাদে সোমবারও একাধিক কর্মসূচি ছিল কলকাতায়। সেই কর্মসূচি থেকে ফেরার পথেই হামলার মুখে কয়েকজন মহিলা। অভিযোগ উঠেছে গাড়ির কাচ ভেঙে, গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। প্রথমে ময়দান থানা ও পরে শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা।
সোমবার ঘটনাটি ঘটে রাত ১২টা নাগাদ এক্সাইড মোড়ের কাছে। 'দ্রোহের আলো' কর্মসূচি শেষ করে রাসবিহারী থেকে এক্সাইডের দিকে যাচ্ছিলেন কয়েকজন আন্দোলনকারী। ঠাকুর ভাসান দিতে যাওয়া কয়েকজন লোক আচমকাই ওই আন্দোলনকারীদের গাড়ি ফলো করতে শুরু করেন বলে অভিযোগ।
শুধু তাই নয়, এক্সাইড মোড়ে গাড়ি আটকে আন্দোলনকারীদের দু'টি গাড়ির একটি গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের দাবি, তাঁদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছে। আন্দোলনকারী এক ব্যক্তির কথায়, দুষ্কৃতীরা প্রথমে তাঁদের গাড়ি খোলার চেষ্টা করে। ভিতরে ছিলেন তিনজন মহিলা। গাড়ির দরজা লক থাকায় খুলতে না পেরে প্রথমে কাচ ভাঙা হয়। পরে গায়ে হাত তোলা হয়।'
গাড়ি ফলো করে তাঁদের রীতিমতো হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে গাড়ি থেকে নেমে কী কারণে কটূক্তি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে জানতে চাওয়ায় মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ তাঁদের। প্রথমে ময়দান থানায় অভিযোগ জানিয়ে, পরে শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা।