শেষ আপডেট: 21st September 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ মিছিল। এবার পথে নামল সিটু ও কৃষকসভা।
শনিবার কলেজস্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলে নামল বাম সংগঠন। স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়ে এই মিছিল শুরু হয়েছে। এত দিন পেরিয়ে গেলেও এখনও কেন বিচার পেলেন না নির্যাতিতা। মূলত এই স্লোগানকে সামনে রেখেই বাম সংগঠন সিটু ও কৃষকসভার এই মিছিল।
জানা যাচ্ছে, মিছিল শ্যামবাজারে পৌঁছলে সেখান থেকে তারা প্রতিবাদসভা করবে। প্রসঙ্গত গতকাল অর্থাৎ শুক্রবার পথে নেমেছিল গোটা কলকাতার মানুষ। চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে মশাল নিয়ে মিছিল করা হয়।
শহরের বিভিন্ন রাস্তা, ক্রসিং মিলিয়ে মোট ৪২ কিলোমিটার পথ অতিক্রম করে সেই মিছিল। ইএম বাইপাসের হাইল্যান্ড পার্ক থেকে যাত্রা শুরু করে ওই মিছিল যায় শ্যামবাজার অবধি।
মিছিলে যোগ দিয়েছিলেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স সহ সর্বস্তরের স্বাস্থ্য কর্মী, শিক্ষক, লেখক শিল্পী, শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, চলচ্চিত্র ও নাট্য কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।
এদিনের মিছিলে যোগ দিয়েছিল একাধিক গণ সংগঠন। সেই মিছিলের ব্যানারে বাম নেতা কলতান দাশগুপ্তর ছবি সম্বলিত ব্যানার ঘিরে তৈরি হয় বিতর্কও।
যদিও সিপিএমের তরফে বলা হয়, 'এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। মানুষ স্বতঃস্ফূর্ত মিছিলের ব্যানারে কলতানের ছবি রাখলে আমাদের কী করার আছে?'
পাল্টা তৃণমূলের কুণাল ঘোষ বলেন, 'দলের ব্যানারে মিছিল করলে একজন মানুষও যাবে না, সিপিএমের হাল এতটাই শোচনীয়। তাই নাগরিকদের ব্যানারে মিছিল করছে!'