শেষ আপডেট: 13th November 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার প্রথম দিনই বিনীত গোয়েলের নাম নিয়েছিলেন ধৃত সঞ্জয় রায়। তারপরই তার নিরাপত্তা বাড়ানো হয়। তুলনায় ছোট প্রিজন ভ্যান, বাড়তি গাড়ি, নিরাপত্তারক্ষীও দেওয়া হয়েছে তার জন্য। তবে সঞ্জয়কে আটকানো যাচ্ছে না! এবার প্রিজন ভ্যানে ঢোকার আগে চিৎকার নয়, ফ্লাইং কিস ছুড়লেন তিনি!
পুলিশ তাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যাল সব জানে! সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনেই চিৎকার করে এমনই দাবি করেছিলেন সঞ্জয় রায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিরোধীদের খোঁচা, বিনীত গোয়েলের নাম নিয়েছে সঞ্জয়। আর যাতে অন্য কারও নাম না নিতে পারে, তাই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাকে সংবাদমাধ্যমের সামনেই আসতে দিতে চায় না প্রশাসন। এরই মধ্যে বুধবার অবাক করা আচরণ করলেন সঞ্জয়। আদালত চত্বর থাকা জনতা, সাংবাদিকদের উদ্দেশে ফ্লাইং কিস দিলেন তিনি।
প্রিজন ভ্যানে ঢোকার আগে নাটকীয় আচরণ সঞ্জয় রায়ের #TheWallBangla #SanjayRoy #RGKARmedical #RGKarProtest pic.twitter.com/WLXsSs5lIE
— The Wall (@TheWallTweets) November 13, 2024
সোমবারের ঘটনার পর মঙ্গলবার সঞ্জয়কে আগের থেকে অনেক কড়া নিরাপত্তায় প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। যে প্রিজন ভ্যানে তাকে সোমবার আনা হয়েছিল তার থেকে তুলনামূলক ছোট গাড়িতে সঞ্জয়কে তোলা হয়েছিল। কালো কাচে ঢাকা ছিল গাড়িটি। পাশাপাশি ওই ভ্যানে ছিল লোহার জালও, যাতে অভিযুক্তর মুখ না দেখা যায়। এছাড়া ওই গাড়ির আগে ছিল একটি প্রিজন ভ্যান, পরে ছিল অন্য একটি গাড়ি। বুধবারও সেই একই গাড়িতে যাতায়াত করেছেন আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত।
সঞ্জয় রায় আগেও দাবি করেছিল যে, তাকে তার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। প্রাক্তন সিপি বিনীত গোয়েল এবং ডিসি স্পেশ্যালকে জিজ্ঞেস করলেই সব জানা যাবে! সঞ্জয়ের এই মন্তব্যকেই কার্যত হাতিয়ার করেছে রাজভবন। সঞ্জয়ের এই মন্তব্যের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁদের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, রাজ্যের উচিত এই বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা। একই সঙ্গে, অভিযোগ কতটা সত্যি তা যাচাই করে বিনীত গোয়েলকে নিয়ে অবস্থান স্পষ্ট করা।