শেষ আপডেট: 6th October 2024 23:17
দ্য ওয়াল ব্যুরো: এবার আমরণ অনশনে যোগ দিচ্ছেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। ইতিমধ্যেই তিনি ধর্মতলার পৌঁছেছেন। শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছিলেন ৬ জন জুনিয়র ডাক্তার। কিন্তু সেখানে আরজি কর হাসপাতালের কেউ ছিলেন না। আর এবার ওই ৬ জনের সঙ্গে যোগ দিলেন অনিকেত।
২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। শনিবার রাত সাড়ে ৮টার মধ্যে সরকারের তরফে কোনও সদুত্তর না আসায় তাঁরা অনশন শুরু করেছেন ধর্মতলায়। প্রথম দফায় ৬ জন জুনিয়র ডাক্তার অনশনে বসেছেন।
এর পরেই প্রশ্ন উঠতে শুরু করে, আরজি কর নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, অথচ সেই হাসপাতালের কেউ আমরণ অনশনে সামিল হলেন না? যার উত্তরে ডাক্তাররা জানিয়েছিলেন, কারা অনশনে বসবেন সবটাই প্যান জিবি করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব প্রশ্ন-উত্তরের মধ্যেই আজ ধর্মতলার অনশন মঞ্চে যাচ্ছেন আরজি করের এই দুই জুনিয়র ডাক্তার। আগে যে ৬ জন আমরণ অনশনে বসেছেন তাঁরা হলেন, অনুষ্টুপ মুখোপাধ্যায় (কলকাতা মেডিক্যাল কলেজ), অর্ণব মুখোপাধ্যায় (এসএসকেএম), তনয়া পাঁজা (কলকাতা মেডিক্যাল কলেজ), সায়ন্তনী ঘোষ হাজরা (কেপিসি), পুলস্ত্য আচার্য (এনআরএস) এবং স্নিগ্ধা হাজরা (কলকাতা মেডিক্যাল কলেজ)। এবার এই তালিকায় যুক্ত অনিকেতের নাম।
প্রসঙ্গত, যে দাবিতে অনশন চলছে তা অত্যন্ত ন্যায্য এবং সেটা সরকার থেকে শুরু করে সকলেই জানেন বলে মনে করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি রাজ্য মেনে নিলে এই দিন আসে না। এখন তাঁরা দু'টি শর্তেই এই অনশন তুলতে পারেন। এক, সব দাবি মানা হলে আর দুই, তাঁদের মৃত্যু হলে!