শেষ আপডেট: 23rd September 2024 13:00
দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আজই পানিহাটির তৃণমূল বিধায়ককে তলব করে সিবিআই। ঘটনার দিন হাসপাতালে গিয়েছিলেন নির্মল। এই পরিস্থিতির মধ্যেই সিসিটিভি ফুটেজ নিয়ে আশাবাদী সিবিআই অফিসাররা। তাঁরা মনে করছেন গোটা জট হয়তো সেই ফুটেজেই লুকিয়ে আছে।
কলকাতা পুলিশের কাছে যে ফুটেজ ছিল তাতে সন্তুষ্ট হতে পারছেন না তদন্তকারীরা। জট খুলতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
৯ অগস্টের ঘটনার দিন ও তার ১৫ দিন আগের ফুটেজ বিকৃত হয়েছে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে সিবিআইয়ের। যা নিয়ে সুপ্রিম কোর্টেও কথা উঠেছিল।
এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই দু'জনকেই গ্রেফতার করা হয়েছে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে।
জানা যাচ্ছে, ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ফের খতিয়ে দেখতে চাইছেন অফিসাররা। ইতিমধ্যেই তদন্তকারীরা কয়েকজন সন্দেহভাজনের চলাফেরা চিহ্নিত করেছেন। সেই বিষয়ে অভিজিৎ সন্দীপকে মুখোমুখি জেরাও করতে পারেন বলে সূত্রের খবর। তাঁদের অনুমান সন্দীপ-অভিজিৎ ফুটেজ বিকৃত করতে পারেন। সেদিন দু'জনের মধ্যে বিস্তর কথাও হয়েছিল। এখন দেখার ওই সিসিটিভি ফুটেজ থেকে কোন রাঘববোয়াল বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, এই সিসিটিভি ফুটেজ নিয়েই কোর্টের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। রাজ্য এবং সিবিআই নিজেদের ব্যাখ্যা দিয়েছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে রাজ্য তাদের হাতে ২৭ মিনিটের ফুটেজ তুলে দিয়েছে। অন্যদিকে রাজ্য বলছে এ তথ্য ঠিক নয়। ৭ থেকে ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়েছে।