শেষ আপডেট: 30th August 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে বুদ্ধিজীবী-আইনজীবীদের মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে এক্ষেত্রে কিছু শর্ত মানার নির্দেশ দিয়েছে আদালত।
মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি অমৃতা সিনহা জানান, মিছিলের কারণে সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে। আদালত জানিয়েছে, জয়েন্ট কমিশনার আগামী ১সেপ্টেম্বরের মধ্যে অনুমতি দেবেন। ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৮টা পর্যন্ত মিছিল করতে পারবেন তাঁরা।
আগামী ৩ সেপ্টেম্বর শহরে মিছিল করতে চেয়ে পুলিশের কাছে আগেই আবেদন জানিয়েছিলেন উদ্যোক্তারা। কিন্তু পুলিশ অনুমোদন দেয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন তাঁরা।
বুদ্ধিজীবী ও আইনজীবীদের একাংশ এদিন জানান, আরজি করে ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে আগামী ৩ সেপ্টেম্বর রবীন্দ্র সদন থেকে হাজরা মোড় পর্যন্ত তাঁরা মিছিলের আয়োজন করেছেন।
৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত দেহ। তারপর থেকে ২২ দিন অতিক্রান্ত। আদালতের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করলেও তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার থেকে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও তাঁরা মনে করছেন, এঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে। তাঁদের মতে, কারও একার পক্ষে এঘটনা ঘটানো সম্ভব নয়।
বৃহস্পতিবারও নির্যাতিতার মা-বাবা আশঙ্কা প্রকাশ করেছেন, "যেভাবে এক একটা দিন চলে যাচ্ছে তাতে মেয়েটা সুবিচার পাবে তো?" সমাজেরব সর্বস্তরের মানুষকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা। এরপরই ৩ সেপ্টেম্বর মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানান বুদ্ধিজীবী ও আইনজীবীদের একাংশ।