শেষ আপডেট: 26th August 2024 10:34
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রায় সারাদিন তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। সোমবার আরজি কর হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকে তলব করল কেন্দ্রীয় সংস্থা। তাঁকে বিধাননগরের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে যে তদন্ত করছে সিবিআই, তার প্রেক্ষিতেই সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে সঞ্জয় বশিষ্ঠের অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল বলেই জানতে পেরেছে সিবিআই। ইতিমধ্যে সন্দীপকে টানা ৯ দিন জিজ্ঞাসাবাদ করে রবিবার তাঁর বাড়ি প্রায় ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। উদ্ধার করে নিয়ে গেছেন গুচ্ছ গুচ্ছ নথি। সন্দেহ করা হচ্ছে, হাসপাতালের আর্থিক দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সন্দীপ। তবে তাঁর সঙ্গে রয়েছেন এই সঞ্জয়ও।
এই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সঞ্জয়কে নিয়ে আগেই অভিযোগ করেছেন। তাঁর বড় দাবি, সঞ্জয় বশিষ্ঠের নেতৃত্বেই ডাক্তারির পড়ুয়াদের হেনস্থা করা হত।, তাঁদের থেকে টাকা তোলা হত। এর আগে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সঞ্জয় বশিষ্ঠ। এবার দুর্নীতির ইস্যুতেও তাঁকে ডাকা হল। বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরা দিতে হবে।
আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার তো বটেই, আর্থিক দুর্নীতির অভিযোগ নিয়েও তদন্ত করছে সিবিআই। সেই তদন্তেই রবিবার সাত সকালে কলকাতা শহর এবং হাওড়ার একাধিক জায়গায় ১৫টি দলে ভাগ হয়ে তল্লাশি অভিযান শুরু করেছিল সিবিআই। সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা নামের এক ব্যক্তির বাড়িতেও তল্লাশি চালায় তাঁরা। সিবিআই সূত্রের খবর, এই সুমন হাজরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সন্দীপ ঘোষের। হাসপাতালের একাধিক জিনিসপত্র রিসাইকেল করে বিক্রি করার অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।