শেষ আপডেট: 13th March 2025 22:23
দ্য ওয়াল ব্যুরো: এখনও মেয়ের ডেথ সার্টিফিকেট (Death Certificate) পাননি আরজি করে (RG Kar) নিহত চিকিৎসকের পরিবার। রিপোর্ট অনুযায়ী, পানিহাটি পুরসভা ইতিমধ্যেই তরুণী চিকিৎসকের সৎকারের সংশাপত্র ইস্যু করেছে। তবে নির্যাতিতার মা-বাবা অভিযোগ করেছেন, তাঁরা এখনও মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্যে অপেক্ষা করছেন। যদিও এই ডেথ সার্টিফিকেট ইস্যু করার কথা কলকাতা পুরসভার।
বৃহস্পতিবার সন্ধেবেলা কলকাতা পুরসভার এই গড়িমসি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি লম্বা পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি লিখেছেন, "২০২৪ সালের ৯ অগাস্ট অভয়ার মৃত্যু হয়েছে। ওই দিন তৃণমূল নেতা এবং কলকাতা পুলিশ তড়িঘড়ি অভয়ার মৃতদেহ পুড়িয়ে দেয়।"
Abhaya died on August 09, 2024.
— Suvendu Adhikari (@SuvenduWB) March 13, 2025
Abhaya was cremated (in a hush hush manner by the TMC Leaders & Kolkata Police) on August 09, 2024.
Strangely, her parents haven't yet got hold of her Death Certificate. They are running from Pillar to Post.
The Swasthya Bhavan, the Kolkata… pic.twitter.com/wKue2IIrgh
তিনি লেখেন, "আশ্চর্যের ব্যাপার হল নিহত চিকিৎসকের বাবা-মা এখনও মৃত্যুর শংসাপত্র পাননি। শংসাপত্রের জন্য তাঁরা ছুটে বেড়াচ্ছেন। স্বাস্থ্য ভবন, কলকাতা পুরসভা ও আরজি কর মেডিকেল কলেজ তাঁদের এক অফিস থেকে অন্য অফিস এবং এক টেবিল থেকে অন্য টেবিলে ঘোরাচ্ছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বলব আর যেন বাবা-মা হয়রানির শিকার না হন। মৃত্যুর শংসাপত্র পেতে কোনও বাধা না থাকে সে দিকে নজর দিন আপনারা।"
সিবিআই আধিকারিকদের উদ্দেশে বিরোধী দলনেতা লেখেন, "আমার অনুরোধ, ডেথ সার্টিফিকেট দিতে রাজ্য সরকারের আধিকারিকদের গড়িমসির বিষয়টির দিকে নজর দিন একটু।"
মৃতার পরিবারের দাবি, তাঁরা প্রথমে ডেথ সার্টিফিকেটের জন্যে যখন কলকাতা পুরসভায় আবেদন জানান, তখন সেখান থেকে তাঁদের জানানো হয়, আরজি কর মেডিক্যাল কলেজ নাকি সেই ডেথ সার্টিফিকেট ইস্যু করবে। তবে আরজি কর কর্তপক্ষ নির্যাতিতার মা-বাবাকে পালটা জানান, ডেথ সার্টিফিকেট ইস্যু করবে কলকাতা পুরসভাই। এই আবহে মেয়ের মৃত্যু সংশাপত্র জোগাড় করতে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে হচ্ছে মা-বাবাকে। এবার সেই নিয়েই সরব হলেন শুভেন্দু অধিকারী।