আরজি করে চলছে বিক্ষোভ।
শেষ আপডেট: 14th August 2024 13:42
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা আর রাজ্যের মধ্যে বন্দি নেই। বাংলার সীমা পার করে এই ঘটনার প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে গোটা দেশে।
ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন রাজ্যে এসে কথা বলে গেছে লালবাজারে, ঘুরে গেছে আরজি কর এবং নিহত মহিলা চিকিৎসকের বাড়িতে। রাজ্য প্রশাসনের থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মানবাধিকার কমিশনও। পাশাপাশি, একাধিক কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের তরফে সারা দেশের নানা রাজ্যের বিভিন্ন হাসপাতালে আয়োজিত হয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। এবার দিল্লি থেকে বাংলায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক।
জানা গেছে, আরজি করে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। আজ, বুধবার সকালে শহরে এসে পৌঁছে ইতিমধ্যেই তিনি বৈঠক করেছেন রাজ্যের আইএমএ-কর্তাদের সঙ্গে। এর পরেই সোদপুর পানিহাটিতে নিহত চিকিৎসকের বাড়িতে যাওয়ার কথা তাঁর। পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করতে চেয়েছেন তাঁরা।
সূ্ত্রের খবর, আইএমএ নেতৃত্ব বুধবার নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পরে যাবেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী যদি তাঁদের কথা বলার সময় দেন, তবে তাঁরা মমতার সঙ্গে দেখা করে আরজি করের ঘটনা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবেন।
অন্যদিকে, বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসেছে সিবিআইয়ের একটি বিশেষ দল। তারা কলকাতা পুলিশের থেকে এই মামলা সংক্রান্ত বাকি নথি সংগ্রহ করেছে এবং একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেও হেফাজতে নিয়ে নিয়েছে সিবিআই। বুধবার সকালেই তাঁকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেয় কলকাতা পুলিশ।
দিল্লি থেকে সিবিআই-এর দলের সঙ্গে এসেছে আলাদা ফরেন্সিক দলও। সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ান কেন্দ্রীয় সংস্থাকে হস্তান্তর করে দিয়েছে পুলিশ। এরপরই মূল অভিযুক্ত হাতে পেয়ে তাকে মেডিক্যাল টেস্টের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিবিআই। সব পরীক্ষা করার পর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয়কে। আরজি করে এদিনই যাবে সিবিআই আধিকারিকরা। যে সেমিনার রুমে ধর্ষণ-খুন হয়েছে তা খতিয়ে দেখার কথা তাঁদের। নমুনা সংগ্রহ করার পাশাপাশি আরজি করের ছাত্র-ছাত্রীদের সঙ্গেও কথা বলবেন তাঁরা।
ইতিমধ্যে সিবিআই-এর একটি দল নির্যাতিতার বাড়ি যাচ্ছে তাঁর পরিবারের সঙ্গে কথা বলতে। অন্য একটি দল সিজিও কমপ্লেক্সে ধৃত অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে জেরা করছে। এইভাবে একাধিক দলে ভাগ হয়ে আরজি কর ইস্যুর তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।