শেষ আপডেট: 4th November 2024 15:47
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টে শুনানির আগে আজ আরজি কর মামলার জোড়া শুনানি রয়েছে।
আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে আর্থিক দুর্নীতি মামলার শুনানি হবে। আদালতে পেশ করা হবে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, সন্দীপ-ঘনিষ্ঠ চিকিৎসক ও তৃণমূল নেতা আশিস পাণ্ডে, দুই মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসর আলিকে।
হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে উঠে এসেছে হাসপাতালেরই অ্যানাস্থেসিওলজির অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ ও ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের নাম।
এদিন সেই সম্পর্কে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা নতুন কোনও তথ্য পেশ করে কি না, সেদিকেই রয়েছে সকলের নজর।
আবার অন্যদিকে আজই আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় শিয়ালদহ আদালতে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হবে।
বিচারক জানিয়েছেন, এই মামলার শুনানি হবে রুদ্ধদ্বার এজলাসে। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য সপ্তাহে ৩ থেকে ৪ দিন শুনানি হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মাসের ৭ তারিখেই চার্জশিট জমা দেয় সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার ৫৫ দিনের মাথায় চার্জশিট জমা করেন তদন্তকারীরা।
২০০ জনের সাক্ষী নিয়ে প্রায় ২০০ পাতার চার্জশিটে ধৃত সিভিক ভলান্টিয়রকেই দোষী হিসাবে দেখানো হয়। সিবিআই-এর চার্জশিট নিয়ে অসন্তুষ্ট হন আন্দোলনকারী চিকিৎসকরাই। সিজিও কমপ্লেক্স অভিযানও করেন তাঁরা। তবে চার্জশিটে তথ্য প্রমাণ লোপাটের বিষয়টিরও উল্লেখ রয়েছে।