আরজিকরে ছাত্রী খুনে ধৃত এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
শেষ আপডেট: 10th August 2024 14:58
দ্য ওয়াল ব্যুরো: আরজিকরে ডিউটিরত ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় মেডিক্যালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এরই মাঝে ওই ঘটনায় সামনে এল ধৃত সঞ্জয় রায়ের পরিচয়।
পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের কাজ করে সঞ্জয়। এবিষয়ে এদিন সাংবাদিক বৈঠকে কয়েকজন সাংবাদিক কলকাতা পুলিশ কমিশনারের কাছে জানতে চান, অভিযুক্তর পরিচয় কী? সিপি বিনীত গোয়েল বলেন, "পরিচয়টা আসল নয়, সে ক্রিমিনাল।"
ফের সাংবাদিকদের তরফে জানতে চাওয়া হয়, যে গ্রেফতার হয়েছে সে সিভিক ভান্টিয়ার? জবাবে সরাসরি হ্যাঁ কিংবা না বলেননি সিপি। বিনীত গোয়েলের কৌশলী মন্তব্য , "এখন আমরা এসব দেখছি না। অভিযুক্তর একটাই পরিচয়, সে এখন ক্রিমিনাল।"
অর্থাৎ অভিযুক্তর যাই পরিচয় হোক না কেন, অপরাধের প্রশ্নে তাঁকে যে কোনও রেয়াত করা হবে না, তা স্পষ্ট করতে চেয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। পরে একথা স্পষ্টও করেন পুলিশের দুঁদে কর্তা। সিপি বলেন, অপরাধীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা্ করা হবে।
ইতিমধ্যে ধৃতর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতা আইনে খুন ও ধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই ব্যক্তির হাসপাতালে যাতায়াত ছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
যেভাবে হাসপাতালের মধ্যে অর্থাৎ নিজের কর্মস্থলে এক ডাক্তারি পড়ুয়ার নৃশংস মৃত্যু হয়েছে তাতে নিরাপত্তার প্রশ্ন তুলে এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে নেমেছেন একাংশ ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকৎসকরা। নির্ভয়া কাণ্ডের চেয়েও ভয়াবহ বলে নিন্দায় সরব হয়েছে চিকিৎসকদের একাধিক সংগঠন। এমন পরিস্থিতিতে অপরাধীর পরিচয় সামনে আসায় নতুন করে পুলিশের বিড়ম্বনা বাড়তে পারে বলে কোনও কোনও মহলের ধারণা।
তবে আরজিকর কাণ্ডে এদিনই কড়া বিবৃৃতি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, আইনি পথেই অপরাধীর সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হবে। ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন, "আমি ব্যক্তিগতভাবে ফাঁসির বিরোধী। তবু অপরাধীদের বার্তা দিতে এক্ষেত্রে প্রয়োজনে ফাস্ট ট্র্যাক আদালতে মামলার দ্রুত শুনানি চেয়ে অপরাধীর ফাঁসির সাজা চাওয়া উচিত।"