শেষ আপডেট: 13th September 2024 20:01
দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে, এমনই অভিযোগ তুলে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, এই আন্দোলন পুরোপুরি অরাজনৈতিক। আমরা কোনওভাবেই চাই না এই আন্দোলনকে কেউ রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করুন।
বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী অভিযোগের সুরে জানিয়েছিলেন এই আন্দোলনে ‘বাইরে থেকে প্ররোচনা’ দেওয়া হচ্ছে। শুক্রবার সকালেও এক পা এগিয়ে টুইট করে উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার নেতার সৌরভ দাসের ছবি সামনে আনেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এরপর বিকেলেও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমালোচনা করে অডিও টেপও সামনে আনেন তৃণমূল নেতা। যার পাল্টা দিয়েছেন বিরোধী দলনেতাও।
শুক্রবার সকাল থেকে শাসক বিরোধী তরজা শেষে জুনিয়র ডাক্তাদের জবাব আমাদের আন্দোলনের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যারা ভাবছেন এসব করে প্রভাবিত করবেন, তাঁরা যে ভুল ভাবছেন সেকথাও মনে করিয়ে দেন জুনিয়র ডাক্তাররা।
জুনিয়র ডাক্তারদের মতে, “আমরা কোনওভাবেই এই আন্দোলনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন না। মুখ্যমন্ত্রীর চেয়ারের সম্মান আমরা করি”। কিন্তু বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছেন তাঁরা।
তবে এদিনও জুনিয়র ডাক্তাররা তাঁদের ৫ দফা দাবি মনে করিয়ে দিয়ে বলেন, এই আন্দোলন এখন শুধু চিকিৎসকদের নয়, সাধারণ মানুষের আন্দোলন হয়ে উঠেছে। পাশাপাশি বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে তাঁরা নির্ধারিত সময়ের পরে পৌঁছনর জন্য শুক্রবার ক্ষমাও চেয়ে নিয়েছেন তাঁরা।
জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমারের কথায়, ‘’৪৫ মিনিট দেরিতে গিয়েছিলাম আমরা। তার জন্য ক্ষমা চাইছি। আমরা ৩৪ দিন ধরে রাস্তায় রয়েছি। তাই আশা করছি, ওই দেরি ক্ষমা করে দেবেন।’’ তাঁদের অভিযোগ, রাজ্য শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থা সচল করতেই এই বৈঠকের আয়োজন করেছিল। আমরাও চাই দ্রুত পরিষেবা স্বাভাবিক হোক। কিন্তু আমাদের দাবি গুরুত্ব সহকারে শোনা হচ্ছে না।