শেষ আপডেট: 4th December 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামে চার্জশিট জমা দিতে চলেছে সিবিআই। সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবারই আদালতে চার্জশিট জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, ইতিমধ্যে ১০০ জনের সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হয়েছে।
জানা গেছে, সোমবারই শিয়ালদহ আদালতে দু’জনকে তোলা হবে। তবে সেদিন চার্জশিট পেশ সম্ভব না হলে আগামী বুধবারের মধ্যেই সেই কাজ সেরে ফেলা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সন্দীপ ঘোষ-সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা করেছিল সিবিআই। ১২৫ পাতার চার্জশিটের সঙ্গে বিভিন্ন তথ্যপ্রমাণ ও নথি জমা দেওয়া হয়েছিল আদালতে।
যদিও আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পেশ করা সিবিআইয়ের চার্জশিটে এখনও পর্যন্ত সম্মতি দেয়নি রাজ্য। সূত্রের খবর, সিবিআইয়ের তরফে রাজ্যের কাছে এ বিষয়ে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সম্মতি মেলেনি বলে খবর।
আরজি করের ঘটনার পর হাসপাতালের সন্দীপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসে। তদন্ত শুরু করে রাজ্য পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার হাতে নেয় সিবিআই। এরপরেই সন্দীপ ঘোষ, আশিস পাণ্ডে, ব্যবসায়ী সুমন হাজরা, বিপ্লব সিং ও আফসার আলি খানের নামে তৈরি হয় চার্জশিট।
পাশাপাশি সন্দীপ ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্কে বেআইনি লেনদেনের খোঁজ আগেই পেয়েছেন তদন্তকারীরা। সেই মামলার তদন্ত চলাকালীন সন্দীপের শ্বশুরবাড়ির আত্মীয়দের নামে উদ্ধার হয় একাধিক সম্পত্তির দলিল।
তদন্তকারীদের অনুমান, সন্দীপই নিজের আত্মীয়দের নামে এই সব সম্পত্তি কিনে থাকতে পারেন। এই আবহে সম্পত্তি কেনার ওই টাকা কোন উৎস থেকে এসেছে, তা জানতে সন্দীপের আত্মীয়দের লিখিত বয়ানও নেওয়া হয়েছে বলে খবর।
সিবিআইয়ের দাবি করা হয়েছে, সন্দীপ, তাঁর পরিবারের কয়েক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে। বেআইনি ভাবে যে সব সংস্থা হাসপাতালে ওষুধ সরবরাহ করেছিল, তাদেরই অ্যাকাউন্টের মাধ্যমে ঘুরপথে কোটি কোটি টাকা সাদা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।