শেষ আপডেট: 3rd March 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: কেটে গিয়েছে ছয় মাসেরও বেশি সময়। আরজি কর-কাণ্ডে (RG Kar Case) এখনও সুবিচার মেলেনি। ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে সিবিআইয়ের (CBI) তদন্তপ্রকৃতি নিয়ে উঠছে প্রশ্ন। এবার তদন্তে গতি বাড়াতে বড় পদক্ষেপ কেন্দ্রীয় তদন্তকারীদের।
জানা গিয়েছে, টালা থানা ও আরজি করের আউট পোস্টে কর্মরত এমন এগারো জন পুলিশ কর্মীকে (Police) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGo Complex) ডেকে পাঠানো হয়েছে। সোম ও মঙ্গলবার তাঁদের উপস্থিত থাকতে হবে বলে খবর।
৯ অগস্ট ২০২৪, কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় দেশ। হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয় মৃতদেহ। এরপরই নারকীয় ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসক থেকে শুরু করে সমস্ত মহলের মানুষ। অপরাধীদের কঠোর শাস্তি চেয়ে দিকে দিকে মিছিল, অনশন, অবস্থান বিক্ষোভ, মানববন্ধনে সামিল হন সকলেই। কিন্তু সময় গড়ালেও মামলার সুরাহা এখনও হয়নি।
এদিকে আরজি কর-কাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। এবার তদন্তের অগ্রগতির জন্য আরও এগারো জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে খবর।
ঘটনার দিন আরজি কর হাসপাতালের আউট পোস্টে যে সমস্ত পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন মূলত তাঁদেরই ডেকে পাঠানো হয়েছে। ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন, ঘটনা সম্পর্কে তাঁরা কতটুকু জানেন সবকিছুই জানতে এবার ১১ জনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। আজ অর্থাৎ সোম এবং মঙ্গলবার দফায় দফায় পুলিশ কর্মীরা উপস্থিত হবেন বলে জানা গিয়েছে।