শেষ আপডেট: 30th January 2025 12:47
দ্য ওয়াল ব্যুরো: কসবা, বাঘাযতীন, ট্যাংরা, বিধাননগর, বাগুইআটি, তপসিয়া, এন্টালির পর আবার বিধানগর। ফের বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এল।
বিধাননগর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরের ঘটনা। একটি বহুতলের ওপর আরেকটি বহুতল হেলে পড়েছে বলে খবর। যার জেরে নতুন করে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনাটি বিধাননগর পুর নিগমকে জানিয়েছেন ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব নস্কর। তিনি বলেন, "বিষয়টি জানতে পারার পরই কর্পোরেশনকে জানিয়েছি।" তাঁর দাবি, "বাড়ির তৈরির প্ল্যান বৈধ কিনা সেটা দেখার কাজ কর্পোরেশনের"।
স্থানীয় সূত্রের দাবি, যে জায়গার বহুতল দুটি হেলে পড়েছে সেখানে আগে জলা ভূমি ছিল। পরে সেই জায়গা বুজিয়ে কয়েকটি অ্যাডবেস্টরের বাড়ি তৈরি হয়েছিল। পরে তাদের টাকার বিনিময়ে সেখান থেকে সরিয়ে বহুতল গড়ে তোলা হয়। জলা জমি বুজিয়ে বহুতল গড়ার জেরেই এঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।
ঘটনার জেরে আতঙ্কে সংশ্লিষ্ট বহুতলের একাংশ বাসিন্দা ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। উপায়ন্তর না থাকায় বাকিরা সেখানেই রয়েছে। সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বক্তব্য, জীবনের সব সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কিনে এখন যদি সেটি থেকে উঠে যেতে হয়, তাহলে থাকব কোথায়?
বস্তুত, গত এক মাসে একাধিক ফ্ল্যাট হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। পুরসভার নির্দেশে কয়েকটি বহুতল ভেঙেও ফেলা হয়েছে। তারই মধ্যে তাসের ঘরের মতো একের পর এক বহুতল হেলে পড়ার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।